• পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করল স্বামী, গ্রেপ্তার
    বর্তমান | ২৬ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, রঘুনাথপুর: পরকীয়া সন্দেহে নিজের স্ত্রীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করল স্বামী। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম অষ্টমী বাউরি (৩০)। ঘটনায় ইতিমধ্যেই পুলিস মৃতার স্বামী মানস বাউরিকে গ্রেপ্তার করেছে। আজ, মঙ্গলবার ঘটনাটি ঘটেছে কাশীপুর ব্লকের আদ্রা থানার গগনাবাদ বাউরিপাড়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে অষ্টমী দেবী ফোনে কারও সঙ্গে লুকিয়ে কথা বলছিলেন। ফোন করার সময় তাঁর স্বামীর বিষয়টি নজরে আসে। এরপরই স্ত্রী কাকে ফোন করছে তা তিনি জানতে চান। স্বামীর কথার কোনও জবাব না দিয়ে অষ্টমী দেবী ফোনটি আছড়ে ভেঙে দেন। সেই নিয়েই স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল বচসা শুরু হয়। বচসা চলাকালীন বাড়িতে থাকা একটি কুড়ুল দিয়ে মানস তাঁর স্ত্রীকে কুপিয়ে খুন করে বলে অভিযোগ। খবর পেয়ে রঘুনাথপুর মহকুমার পুলিস আধিকারিক রোহেদ শেখ-সহ আদ্রা থানার পুলিস গ্রামে পৌঁছেছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত।
  • Link to this news (বর্তমান)