• হস্টেলের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার তৃতীয় বর্ষের ছাত্রের মৃতদেহ
    বর্তমান | ২৬ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: হস্টেলের ঘর থেকে তৃতীয় বর্ষের এক ছাত্রের মৃতদেহ উদ্ধার। ঘটনাটি ঘটেছে আলিয়া বিশ্ববিদ্যালয়ে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম আব্দুর রহমান। সে মালদহের বৈষ্ণবনগর থানার শাহাবানচক গ্রাম পঞ্চায়েতের কালীনগর গ্রামের বাসিন্দা। গতকাল, সোমবার বিশ্ববিদ্যালয়ের হস্টেলের ঘর থেকে ওই ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। পুলিসের প্রাথমিক অনুমান, আত্মঘাতী হয়েছে সে। কিন্তু কী কারণে আত্মহত্যা করল আব্দুর তা খতিয়ে দেখছে পুলিস। পদার্থবিদ্যা নিয়ে পড়াশুনা করত সে। পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল, সোমবার সন্ধ্যায় পৌনে সাতটা নাগাদ বিশ্ববিদ্যালয় থেকে ফোন করে তাঁর মৃত্যুর খবর জানানো হয়। মৃত ছাত্রের বাবা এজাবুল মিঁঞা বলেন, ‘খোলা মনের ছেলে ছিল আব্দুর। সে কোনও ভাবেই আত্মহত্যা করতে পারে না। তাঁকে খুন করা হয়ে থাকতে পারে।’ মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিস। আজ, মঙ্গলবার বিকেলে কলকাতায় আসার কথা রয়েছে মৃত ছাত্রের পরিবারের সদস্যদের।
  • Link to this news (বর্তমান)