দেবব্রত ঘোষ: হাওড়ার এক বেসরকারি হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনা নিয়ে তুলকালাম পরিস্থিতি। চিকিৎসার গাফিলতির অভিযোগের পাশাপাশি মোটা অংকের বিল জমা নেবার অভিযোগ পরিবারের। টাকা জমা নেবার পর জানানো হয় রোগীর মৃত্যু হয়েছে। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন আত্মীয় পরিজনেরা। ঘটনাস্থলে আসে বিশাল পুলিস বাহিনী। এতে উত্তেজনা আরো বাড়ে। রাস্তা আবরোধের চেষ্টা করলে পুলিস কয়েকজনকে আটক করে।
শনিবার রাত এগারোটা নাগাদ টিকিয়াপাড়া বাইপাসের কাছে একটি বারো চাকার ট্রাকের ধাক্কায় আহত হয় সুরাজ শর্মা নামে এক বাইকারোহী। শনিবার রাতে তাকে নিয়ে আসা হয় উত্তর হাওড়ার গোলাবাড়ি থানার অন্তর্গত এক বেসরকারি হাসপাতালে। এই ঘটনার পর আজ হাসপাতাল কর্তৃপক্ষ ৩ লাখ ২০ হাজার টাকা জমা করতে বলেন পরিবারকে।
মৃতের দাদা অনিল শর্মা বলেন, টাকা জমা দেওয়ার পর হাসপাতাল থেকে বলা হয় রোগী মারা গিয়েছে। হাওড়ার ওই হাসপাতালের সিইও মহুয়া গোলদার অভিযোগ অস্বীকার করে বলেন, যে কোনো মৃত্যু দুর্ভাগ্যজনক। কোনো টাকা জমা নেওয়া হয়নি পরিবারের থেকে। চিকিৎসা গুরুত্ব দিয়েই করা হয়েছে।