• টেন্ডার পাইয়ে দেওয়ার নামে কোটি টাকার প্রতারণা! গ্রেফতার বিজেপির রাজ্য সম্পাদক...
    ২৪ ঘন্টা | ২৭ নভেম্বর ২০২৪
  • কিরণ মান্না: টেন্ডার পাইয়ে দেওয়ার নামে কোটি টাকার 'প্রতারণা'! খোদ শুভেন্দুর অধিকারীর জেলাতেই এবার গ্রেফতার বিজেপির রাজ্য সম্পাদক। রেহাই পেলেন না স্ত্রীও। শোরগোল রাজনৈতিক মহলে। 

    ঘটনাটি ঠিক কী? একসময়ে পূর্ব মেদিনীপুরে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি ছিলেন নবারুণ নায়েক। এখন বিজেপির রাজ্য সম্পাদক তিনি। স্ত্রীর তনুশ্রীও বিজেপি নেত্রী। আজ, মঙ্গলবার সন্ধ্যায় দু'জনকেই গ্রেফতার করল তমলুক থানার পুলিস।

    পুলিস সূত্রে খবর, অসমে কম্বল সরবরাহের টেন্ডার বেরিয়েছিল। অভিযোগ, সেই টেন্ডার পাইয়ে দেওয়ার নামে বিশ্বজিত্‍ দত্ত  নামে এক ঠিকাদারের কাছ থেকে ধাপে ধাপে ১ কোটি ৬৯ লক্ষ টাকা কমিশন নিয়েছেন নবারুণ। এরপর ওই ঠিকাদারকে অসমে যান তিনি। তখন সঙ্গে ছিলেন অভিযুক্ত বিজেপির নেতার স্ত্রীও। সেখানে ওই ঠিকাদারের হাতে টেন্ডার সংক্রান্ত নথিও দেওয়া হয়।

    এদিকে পরে ওই ঠিকাদার জানতে পারেন যে, টেন্ডার সংক্রান্ত যে নথি তাঁকে দেওয়া হয়েছে, তা জাল। বিজেপি নেতার সঙ্গে যোগাযোগ করলে, তিনি প্রথমে বিষয়টি এড়িয়ে যান। তারপর শুরু হয় দুর্ব্যবহার! শেষপর্যন্ত তমলুক থানায় নবারুণ, তাঁর স্ত্রী-সহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই ঠিকাদার। চলতি মাসের প্রথম সপ্তাহে মামলা রুজু করে তদন্তে নামে পুলিস। 

  • Link to this news (২৪ ঘন্টা)