• ভারত-বাংলাদেশ সীমান্তে সারি সারি দাঁড়িয়ে লরি, প্রায় ৯ কোটি টাকা ক্ষতি দু'দিনে!
    ২৪ ঘন্টা | ২৭ নভেম্বর ২০২৪
  • শ্রীকান্ত ঠাকুর: শহর থেকে গ্রাম, জেলা থেকে রাজ্য-রাজধানী-- সর্বত্রই ক্রমশই নাগালের বাইরে চলে যাচ্ছে আলু-পেঁয়াজের দাম। হাজার টাস্ক ফোর্স, প্রশাসনিক নজরদারি বা বিভিন্ন সুলভ মূল্যের স্টল বসিয়েও কোনও লাভ হচ্ছে না! কোনো ভাবেই আলু-সবজি ইত্যাদির দাম নিয়ন্ত্রণ করা যায়নি বিগত দুমাসে। কখনও মজুতদারদের দিকে আঙুল তোলা হয়েছে, কখনও বলা হয়েছে মধ্যস্বত্বভোগীরা বাজার নিয়ন্ত্রণ করছে। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রতিটা জেলার জেলাশাসক সকলেই চেষ্টা করেছেন। দাম নিয়ন্ত্রণে রাখার জন্য সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কিন্তু কাজের কাজ কিছু হয়েছে কি? উঠছে প্রশ্ন।

    দাম বাড়ছে, মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে আলু-পিঁয়াজ, আর  হঠাৎ করেই দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে আলু ও পেঁয়াজ রফতানির ক্ষেত্রে অনলাইন 'সুবিধা' পোর্টাল বুকিং বন্ধ হয়ে গিয়েছে গত রবিবার থেকে! এজন্য বিপুল সমস্যায় পড়েছেন রফতানিকারকরা। কিন্তু মুখ্যমন্ত্রী নিষেধ করার পরেও রফতানি হচ্ছে? এক শ্রেণির ব্যবসায়ীদের বক্তব্য, এই আলু-পেঁয়াজের সঙ্গে রাজ্যের কোনও সম্পর্ক নেই, রাজ্যের মজুত করা আলু-পেঁয়াজ শেষ হয়ে গিয়েছে অনেক আগেই। এখন যা তাঁরা রফতানি করছেন, তা আনা হয়েছে ভিন রাজ্য থেকে। এদিকে অনলাইন বুকিং বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন হিলি সীমান্তের রফতানি বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা। অনলাইনে স্লট বুকিং না হওয়ায় বাংলাদেশে কাঁচামাল রফতানি বন্ধ! এতে প্রায় আট কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে গত দুই দিনে।

    হিলির ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের হিলি শহর থেকে হিলি চেক পোস্ট পর্যন্ত সারি সারি দাঁড়িয়ে পণ্যবাহী লরি। মূলত স্লট বুকিংয়ের সমস্যার কারণে বন্ধ বৈদেশিক বাণিজ্য। ক্ষতির সম্মুখীন ট্রাক মালিকরা ও রফতানি ব্যবসায়ীরা। হিলি এক্সপোর্ট অফিস সূত্রের খবর, গত দুদিনে প্রায় ৮.৫ কোটি টাকার রাজস্ব ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। হঠাৎ করে বুকিং বন্ধ হয়ে যাওয়ায় রফতানির গাড়িও কমেছে উল্লেখযোগ্যভাবে। রবিবার যেখানে ১৬০টি গাড়ি বাংলাদেশে গিয়েছিল, সোমবার সারাদিনে সেখানে মাত্র ৪৩টি গাড়ি ওপারে গিয়েছিল। মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত মাত্র দুটি পণ্যবাহী গাড়ি পদ্মাপারে যায়। এরকম চললে ব্যবসায়ীরা ১৬ থেকে ২০ কোটি টাকা ক্ষতির সম্মুখীন হবেন। রাজস্ব ক্ষতি হবে অনেকটা। মূলত 'সুবিধা' পোর্টালের সমস্যার কারণে স্লট বুকিং হচ্ছে না। 

    এদিকে আলুবোঝাই গাড়ি, পেঁয়াজবোঝাই গাড়ি-সহ অন্যান্য কাঁচামালের গাড়ি আটকে থাকায় কাঁচা মালে পচন ধরতে পারে। তাতেও  ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কায় রফতানিকারকরা। কিছু কিছু কাঁচামাল ইতিমধ্যেই পচতে শুরু করেছে বলে জানা গিয়েছে। দ্রুত সমস্যার সমাধান না হলে বৃহত্তর ক্ষতির সম্মুখীন হবেন রফতানিকারকরা। অবশ্য মঙ্গলবার জেলাশাসক ও মহকুমা শাসকের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে ব্যবসায়ীদের। 'সুবিধা' পোর্টালে আলু ও পেঁয়াজ যাতে দ্রুত বুকিং করা সম্ভব হয়, সে ব্যবস্থা প্রশাসন করবে বলে আশ্বাস দিয়েছেন প্রশাসনিক আধিকারিকেরা।

  • Link to this news (২৪ ঘন্টা)