কম্বলের টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে কোটি টাকার প্রতারণা, তমলুকে গ্রেপ্তার বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক
এই সময় | ২৬ নভেম্বর ২০২৪
টেন্ডার দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার সস্ত্রীক বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক নবারুণ নায়েক। মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার পুলিশ নবারুণ নায়েক ও তাঁর স্ত্রী তনুশ্রী রায় নায়ককে গ্রেপ্তার করে। দুটি ভুয়ো টেন্ডার দিয়ে দেড় কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ উঠেছিল তাঁদের বিরুদ্ধে। ঘটনায় প্রতারিত ঠিকাদারের তরফ থেকে তমলুক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল যেহেতু প্রতারণায় অভিযুক্তরা সেখানকার বাসিন্দা।
ঠিক কী অভিযোগ গ্রেপ্তার হওয়া বিজেপি নেতার বিরুদ্ধে?
এই ঘটনায় বিজেপির রাজ্য সম্পাদক ও তাঁর স্ত্রী ছাড়াও অসমের বাসিন্দা দীপঙ্কর ধর-সহ আরও কয়েকজনের নাম জড়িয়েছিল। অভিযোগ, কলকাতার ঠিকাদার বিশ্বজিৎ দত্ত ও তাঁর সহযোগী ঠিকাদার ডায়মন্ড হারবারের কালীচরণপুরের বাসিন্দা ভাস্কর মণ্ডলকে কম্বল সরবরাহের দুটি আলাদা টেন্ডার পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল নবারুণ। সেই জন্য তাঁদের থেকে তিনি ১ কোটি ৬০ লক্ষ টাকা নেন, অভিযোগ এমনটাই।
এই ঘটনায় আগে একাধিকবার তমলুক থানার তরফ থেকে নবারুণ নায়েক ও তার স্ত্রীকে জেরা করা হয়। বেশ কয়েকবার হাজিরা এড়িয়েছেন রাজ্য সাধারণ সম্পাদক। মঙ্গলবার চতুর্থ পর্যায়ের পুলিশি জেরায় একাধিক অসঙ্গতি ধরা পড়ে। আর তার জেরেই মঙ্গলবার সন্ধ্যায় তমলুক থানার পুলিশ বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক নবারুণ নায়েক ও তার স্ত্রী তনুশ্রী রায় নায়ককে গ্রেপ্তার করেছে।
এই ঘটনায় প্রথম থেকেই নবারুণ দাবি করেছিলেন, তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন। তবে মঙ্গলবার এই নেতাদের গ্রেপ্তারির পর সরব তৃণমূল।
তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিজেপিতে তোলাবাজ ভর্তি আমরা আগেই বলেছিলাম। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করছি।’