• পর্যটকে ঠাসা বিকালে সিলিং থেকে চাঙর খসল চন্দননগরের ফ্রেঞ্চ মিউজিয়ামের
    এই সময় | ২৬ নভেম্বর ২০২৪
  • সিলিং থেকে চাঙর খসে পড়ল চন্দননগরের ফ্রেঞ্চ মিউজিয়ামের। এই ঘটনায় কেউ আহত না হলেও চিন্তিত ফরাসডাঙার বাসিন্দারা। চন্দননগর এক সময় ছিল ফরাসিদের উপনিবেশ। এখানেই রয়েছে ফরাসিদের ঐতিহাসিক মিউজিয়াম। কিন্তু সেই মিউজিয়াম কার্যত অবহেলিত বলে অভিযোগ শহরের বাসিন্দাদের। এরই মধ্যে মঙ্গলবার বিকালে মিউজিয়াম যখন পর্যটকে ঠাসা, সেই সময়ই ঘটে বিপত্তি। সিলিং থেকে চাঙর খসে পড়ে।

    শীতের মরশুমে এই মিউজিয়ামে বহু ফরাসি আসেন। আসেন অন্যান্য দেশের পর্যটকও। স্থানীয় স্কুলের পড়ুয়ারাও আসে। জানা গিয়েছে, মাসখানেক আগেও একটি বড় চাঁই ভেঙে পড়ে। এ দিন সেই ঘটনার পুনরাবৃত্তি।

    চুঁচুড়া থেকে বেড়াতে এসেছিলেন আশা বারুই। তাঁর বক্তব্য, দেশ-বিদেশ থেকে ফি বছর মানুষ আসেন এখানে ঘুরতে। রক্ষণাবেক্ষণে নজর দেওয়া দরকার। ফ্রেঞ্চ মিউজিয়ামের ডিরেক্টর বাসবী পালও জানান, এটা খুবই দুশ্চিন্তার। মাস খানেক আগে একবার সিলিং খসে পড়েছিল। সে সময় অল্পের জন্য মিউজিয়ামের কর্মীরা বেঁচে যান। এই মিউজিয়াম রক্ষণাবেক্ষণের দায়িত্ব আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার। এই মিউজিয়ামের সংস্কারে দ্রুত হাত দেওয়া হোক, বক্তব্য সকলেরই।
  • Link to this news (এই সময়)