আসছে PAN 2.0, নতুন প্যান পেতে কী করতে হবে? কত খরচ?
এই সময় | ২৬ নভেম্বর ২০২৪
বার প্যান কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। প্যান কার্ডের জায়গায় এ বার আসছে PAN 2.0, এই প্রকল্পের জন্য ইতিমধ্যেই প্রায় দেড় হাজার কোটি টাকা অনুমোদন করেছে কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এই প্রকল্পে ব্যবসার কাজে সুবিধা হবে।
এএনআইকে মন্ত্রী বলেছেন, ‘PAN 2.0 বিজনেস আইডেন্টিফায়ার হিসেবে কাজ করবে। দ্রুত কাজ হবে। মধ্যবিত্ত এবং ছোট ব্যবসায়ীদের সুবিধা হবে।’
আবেদন করতে হবে?
নতুন প্যান কার্ডের জন্য আলাদা করে আবেদন করতে হবে না। মন্ত্রী জানিয়েছেন, যে প্যান কার্ড এখন আছে সেটা কার্যকর থাকবে। নতুন ফিচারের সঙ্গে নতুন প্যানকার্ড চলে আসবে। যে প্যান নম্বর রয়েছে, সেটাও বদল করতে হবে না। কর দেওয়া থেকে শুরু করে ব্যবসা সংক্রান্ত নানা কাজের জন্য নতুন প্যান আরও কার্যকর হবে বলে মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে।
খরচ হবে?
সংশ্লিষ্ট মন্ত্রক থেকে জানানো হয়েছে, প্যানকার্ড আপডেট করতে কোনও খরচ হবে না। করদাতাদের কাছে এই প্যান কার্ড অতিরিক্ত ফি ছাড়াই পৌঁছবে।
নতুন প্যান কার্ডে কী থাকবে?
নতুন প্যান কার্ডে একাধিক আপডেটেড ফিচার থাকবে। থাকবে একটি QR কোড। দ্রুত ভ্যালিডেশন সম্ভব, বাড়বে নিরাপত্তাও।