• সেরার শিরোপা বাঙালির মুকুটে, নাসার বিজ্ঞানী গৌতম চট্টোপাধ্যায় পেলেন আর্মস্ট্রং মেডেল
    আজকাল | ২৬ নভেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রেডিও এবং ওয়্যারলেস বিজ্ঞানে অসামান্য অবদানের জন্য এবছর বিজ্ঞানের জগতে অন্যতম সেরা পুরষ্কার 'আর্মস্ট্রং মেডেল' পেলেন বাঙালি বিজ্ঞানী ডঃ গৌতম চট্টোপাধ্যায়। গৌতম এই মুহূর্তে নাসায় জেট প্রপালশন ল্যাবরেটরিজ-এ সিনিয়র সায়েন্টিস্ট হিসেবে কর্মরত। গত ২৩ নভেম্বর নিউইয়র্কে এক বর্নাঢ্য অনুষ্ঠানে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। ছিলেন ১৯৭৮ সালে পদার্থবিজ্ঞানে নোবেলজয়ী বিজ্ঞানী ডঃ রবার্ট উড্রো উইলসন ও অন্যান্য বিজ্ঞানীরা।

    প্রসঙ্গত, রেডিও ও ওয়্যারলেস বিজ্ঞান ক্ষেত্রে গবেষণামূলক কাজে উৎসাহিত করে তুলতে আমেরিকায় ১৯০৯ সালে তৈরি হয় 'রেডিও ক্লাব অফ আমেরিকা' বা আরসিএ। এই প্রতিষ্ঠান ১৯৩৫ সালে এই বিশেষ ক্ষেত্রে যে বা যারা দৃষ্টান্তমূলক কাজ করেছেন তাঁদের উৎসাহ দিতে পুরষ্কার দেওয়ার সিদ্ধান্ত নেয়। আরসিএ-এর তরফে প্রথম পুরষ্কার দেওয়া হয় মেজর এডউইন এইচ আর্মস্ট্রংকে। এম এবং এফএম রেডিও'র জন্য যে সার্কিট দরকার হয় সেই সার্কিট আর্মস্ট্রং আবিষ্কার করেছিলেন। তাঁর নামেই আরসিএ-এর দেওয়া এই পদক বা পুরষ্কারের নাম হয় আর্মস্ট্রং মেডেল। পুরষ্কার প্রদান মঞ্চে ডঃ গৌতম চট্টোপাধ্যায় ছাড়াও বক্তব্য পেশ করেন ডঃ রবার্ট উড্রো উইলসন।

    প্রসঙ্গত, নাসায় কর্মরত বঙ্গ সন্তান ডঃ গৌতম চট্টোপাধ্যায় ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি'র একজন ভিজিটিং প্রফেসর। এর আগে খড়গপুর ও বেঙ্গালুরু আইআইটিতে তিনি অধ্যাপনা করেছেন। পেয়েছেন নাসা-জেপিএল ২০২৩ পিপল লিডারশিপ অ্যাওয়ার্ড। নাসা'র একাধিক মিশন যেমন অ্যাস্ট্রোফিজিকস, প্ল্যানেটরি সায়েন্স এবং আর্থ অবজার্ভেশনস-এর মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন।
  • Link to this news (আজকাল)