বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদ্বোধন নবদ্বীপ মিউনিসিপ্যাল সকার কাপের
বর্তমান | ২৭ নভেম্বর ২০২৪
সংবাদদাতা, নবদ্বীপ: দশম বর্ষ নবদ্বীপ মিউনিসিপ্যাল সকার কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হল। মঙ্গলবার নবদ্বীপ বিবেকানন্দ স্টেডিয়ামের নৈশালোকে রংবেরঙের আলো এবং আতশবাজির রোশনাইয়ের মধ্যে দিয়ে ফুটবলে কিক করে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান তথা টুর্নামেন্ট কমিটির সভাপতি বিমানকৃষ্ণ সাহা।
এদিন খেলা শুরুর আগে বিবেকানন্দের প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় অ্যাথলেটিকো দি শ্যামনগর ও নবদ্বীপ কর্মমন্দির। নবদ্বীপ কর্মমন্দির ২-০ গোলে অ্যাথলেটিকো দি শ্যামনগরকে হারিয়ে দেয়। দু’টি গোলই হয় খেলার দ্বিতীয়ার্ধে। এদিন স্টেডিয়ামের দর্শকাসন ছিল কানায় কানায় পূর্ণ। দু’ দলের সমর্থকরা দলীয় পতাকা ও ব্যানার নিয়ে হাজির ছিলেন। মহিলা দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। খেলোয়াড়দের উৎসাহিত করতে ক্রীড়াপ্রেমী অশোক চক্রবর্তীকে অভিনব সাজে সজ্জিত হয়ে, হাতে জাতীয় পতাকা ও শঙ্খ নিয়ে মাঠে উপস্থিত থাকতে দেখা যায়।
এবছরও এই টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশ নিয়েছে। তারমধ্যে নবদ্বীপ বিধানসভা এলাকার ১৯টি এবং ১৩টি বহিরাগত। বহিরাগত দলগুলি যথাক্রমে ব্যারাকপুর স্পোর্টস অ্যাকাডেমি, কসবা সেন্ট্রাল ক্লাব, ইস্টার্ন রেলওয়ে হাওড়া ডিভিশন, বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাকাডেমি, কল্যাণী ফুটবল অ্যাকাডেমি, কোন্নগর ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব, শ্যামনগর প্রভাতী সংঘ, পূর্ব বর্ধমানের পাতুন মিলন বীথি সংঘ সহ আরও কয়েকটি ক্লাব। এছাড়া স্থানীয় দি নবদ্বীপ অ্যাথলেটিক ক্লাব, বড়ালঘাট স্পোটিং ক্লাব, রয়্যাল ক্লাব, টাউন ক্লাব, নবমিলন সংঘ, মিলন সংঘ, সেবক সমিত এবং নবদ্বীপ বাস শ্রমিক ইউনিয়ন।
টুর্নামেন্ট কমিটির সম্পাদক সুজিত সাহা বলেন, এই জনপ্রিয় টুর্নামেন্ট শুরুর আগে অংশগ্রহণকারী সমস্ত ক্লাব এবং ক্রীড়াপ্রেমী মানুষকে নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি শহর পরিক্রমা করেছে। নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান তথা টুর্নামেন্ট কমিটির সভাপতি বিমানকৃষ্ণ সাহা বলেন, শুধু নবদ্বীপবাসী নয়, সারা বাংলার মানুষ এই খেলাটাকে ভালো ভাবে নিয়েছে। উদ্বোধনী ম্যাচ নৈশালোকে শুরু হলেও পরবর্তী খেলাগুলি প্রতিদিন দুপুর আড়াইটে থেকে শুরু হবে। শুধু নবদ্বীপ নয়, পার্শ্ববর্তী পূর্ব বর্ধমান জেলার বহু মানুষ খেলা দেখতে স্টেডিয়ামের ভিড় করেন।
এদিন উদ্বোধনী ম্যাচ দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা, কৃষ্ণনগর সদরের মহকুমা শাসক শারদ্বতী চৌধুরী। এছাড়াও ছিলেন পুরসভার অন্যান্য কাউন্সিলাররা। • নিজস্ব চিত্র