নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: সোমবার থেকে বাঁকুড়া শহরে ম্যারাথন অভিযান চালিয়ে শতাধিক টোটো আটক করল পুলিস। জেলা পুলিস, বাঁকুড়া সদর থানা ও সদর ট্রাফিকের যৌথ উদ্যোগে ওই অভিযান চালানো হয়। ট্রাফিক পুলিসের এক আধিকারিক বলেন, গ্রামীণ এলাকা থেকে বহু টোটো বাঁকুড়া শহরে এসে যাত্রী পরিবহণ করছে। তারফলে শহরে নিত্য যানজটের সৃষ্টি হচ্ছে। শহরের মধ্যেও পুরসভার অনুমতি না নিয়ে বেশ কিছু টোটো চলাচল করছে। সেসবের বিরুদ্ধেই দু’দিন ধরে অভিযান চালানো হয়। সবমিলিয়ে ১০০-র কিছু বেশি টোটো আটক করা হয়। আপাতত আটক টোটোগুলিকে পুলিস লাইনে রাখা হয়েছে। চালকদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায়, তা খতিয়ে দেখা হচ্ছে। বাইরের টোটো শহরে কোনওভাবেই ঢুকতে দেওয়া যাবে না। শহরের টোটোগুলিকেও পুরসভার রেজিস্ট্রেশন নম্বর নিতে হবে। নম্বর প্লেট ছাড়া টোটো চলতে দেওয়া হবে না। প্রয়োজনে দফায় দফায় অভিযান চালানো হবে।