মায়াপুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে সংবিধান দিবস উদযাপন
বর্তমান | ২৭ নভেম্বর ২০২৪
সংবাদদাতা, নবদ্বীপ: মঙ্গলবার সংবিধান দিবস পালিত হল মায়াপুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে। ১৯৪৯ সালে ২৬ নভেম্বর পৃথিবীর সর্ববৃহৎ সংবিধান গণপরিষদে গৃহীত হয়। দিনটিকে স্মরণে রেখে ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের নির্দেশে ভারতীয় সংবিধানের সার্বভৌমত্ব ছাত্রছাত্রী ও স্থানীয়দের মধ্যে তুলে ধরা হয়। এদিন সকালে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে একটি প্রভাতফেরির আয়োজন করা হয়। বিদ্যালয়ের পক্ষ থেকে এই প্রভাতফেরির মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা তুলে ধরা হয়। ছাত্রছাত্রীদের হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন সহ বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধি সাজিয়ে ট্যাবলোর মাধ্যমে বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়। এদিন বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা ভারতের সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকর এবং সংবিধান প্রণয়নকারী অন্যান্য ব্যক্তিদের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে। এছাড়াও সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, বসে আঁকো প্রতিযোগিতার মাধ্যমে এই দিনটি পালন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরণ শেখ বলেন, মঙ্গলবার ২৬ নভেম্বর আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে সংবিধান দিবস পালন করেছি। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবকদের কাছে সংবিধানের গুরুত্ব তুলে ধরাটাই আমাদের লক্ষ্য। এদিন শুধু ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকারা নন, অভিভাবকরাও দিনটি উদযাপনে এগিয়ে আসেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপ উত্তর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক জানবাস শেখ। তিনি বলেন, আজকে ২৬ নভেম্বর সংবিধান দিবসে উপস্থিত হতে পেরে ভালো লাগছে। এই বিদ্যালয় শিক্ষাক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করে চলেছে। গোটা নদীয়া জেলায় দৃষ্টান্ত স্থাপন করেছে পূর্ব মোল্লাপাড়ার এই প্রাথমিক বিদ্যালয়টি। -নিজস্ব চিত্র