কাটোয়ায় পরিবার নিয়ে ধর্নায় বসলেন ডেকরেটর থেকে হোটেল ব্যবসায়ীরা
বর্তমান | ২৭ নভেম্বর ২০২৪
সংবাদদাতা, কাটোয়া: তিন বছর পার হয়ে গিয়েছে রাজ্য বিধানসভা নির্বাচন। ডেকরেটর থেকে হোটেল মালিক কেউ নির্বাচনের বিল পাননি। লক্ষ লক্ষ টাকা বিল বকেয়া হয়ে রয়েছে। সংশ্লিষ্ট দপ্তরে ঘুরেও তাঁরা বকেয়া বিল পাননি। মঙ্গলবার কাটোয়া মহকুমা শাসকের অফিসের সামনে তাঁরা পরিবার নিয়ে ধর্না বিক্ষোভে বসলেন। এই ঘটনায় কাটোয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে কাটোয়ায় ডিসিআরসি থেকে প্রশিক্ষণ কেন্দ্রে কাজ করেছেন বহু ডেকরেটর কর্মী। অনেকে হোটেলও করেছিলেন। কোনও ডেকোরেটর প্রশিক্ষণ কেন্দ্রের প্যান্ডেল তৈরি করেছেন। কেউ আবার ভোটের কর্মীদের খাবার, টিফিন, পানীয় জল সরবরাহ করেছেন। তাঁদের লক্ষ লক্ষ টাকা বিল বকেয়া হয়ে পড়ে রয়েছে৷ কারও বিল ৩৬ লক্ষ তো কারও বিল ১৪ লক্ষ টাকা। চার বছর ধরে তাঁরা কাটোয়া মহকুমা শাসকের দপ্তরে বাব বার তাগাদা দিয়েও বিল পাননি। তাই এদিন কাটোয়া মহকুমা শাসকের দপ্তরে ছেলে বৃদ্ধা মা ও স্ত্রীকে নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। তাঁরা ২০০ টাকা চাইছেন এসডিও এর কাছে বিষ খাবেন বলে।
ডেকোরেটর ব্যবসায়ী বৃন্দাবন ঘোষ বলেন, ২০২১ সালে কাটোয়া কলেজে, কেতুগ্রাম, মঙ্গলকোট তিন বিধানসভার স্ট্রংরুমে কাজ করেছি। ১৪ লক্ষ ৫০ হাজার টাকার বিল বকেয়া রয়েছে। বার বার আবেদন করেও কাটোয়া মহকুমা শাসক বিলের টাকা পেমেন্ট করেননি। আমার পরিবার রয়েছে। অনুভব বন্দ্যোপাধ্যায় বলেন, আমার ৩৬ লক্ষ টাকা বিল বকেয়া রয়েছে। অলোক দত্ত বলেন, আমার খাবার বিল বকেয়া রয়েছে ১৯ লক্ষ টাকা। আমার বাবার ক্যান্সার ধরা পড়েছে। চিকিৎসার খরচ জোগাতে পারছি না। মহকুমা শাসকের দপ্তরে বকেয়া বিল চাইতে গেলেই আমাদের চরম দুর্ব্যবহার করে তাড়িয়ে দেওয়া হচ্ছে। পরবর্তীকালে ভোট এলে আমরা আর কাজ করব না। যদিও কাটোয়ার মহকুমা শাসক অহিনসা জৈইন বলেন, আমি এ নিয়ে কোনও মন্তব্য করব না।