নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: দু’দিন আগে এক অজ্ঞাতপরিচয় তরুণের পচাগলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় রায়গঞ্জের বীরঘই গ্রাম পঞ্চায়েতের ঋষিপুরে। মঙ্গলবার সেই তরুণের দেহ রায়গঞ্জ মেডিক্যালের মর্গে এসে সনাক্ত করল তাঁর পরিবার ও প্রতিবেশীরা। মৃতের প্রতিবেশী বিশ্বনাথ রায় বলেন, গত রবিবার ঋষিপুর উদ্ধার হওয়া তরুণ গত ১৮ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন। ওর নাম রাজু বর্মন (২২)। বাড়ি কালিয়াগঞ্জ থানার অধীন চাঁদগাঁও এলাকায়। রাজু ১৮ নভেম্বর কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিল। তারপর থেকেই নিখোঁজ। কালিয়াগঞ্জ থানায় মিসিং ডায়েরি করা হয়েছিল। এরপর রায়গঞ্জ থানার পুলিস ওর মৃতদেহ উদ্ধার করে ঋষিপুর থেকে। আমরা সনাক্ত করেছি। কীভাবে ওর মৃত্যু হল তাই আমাদের ভাবাচ্ছে।