• গঙ্গারামপুরে বধূর মৃত্যুতে খুনের অভিযোগ
    বর্তমান | ২৭ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, গঙ্গারামপুর: মঙ্গলবার গঙ্গারামপুরের দামাহার এলাকায় এক বধূর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়ায়। মৃতার পরিবার বলছে, তাকে খুন করা হয়েছে। পুলিস সূত্রে খবর, মৃত বধূর নাম রেনুকা পারভিন(১৮)।  সোমবার রাতে বধূর ঝুলন্ত দেহ দেখতে পায় শ্বশুরবাড়ির লোক। খবর পৌঁছয় বধূর বাবার বাড়িতে। এদিকে মেয়ের অস্বাভাবিক মৃত্যুর খবর জানতে পেরে ছুটে আসেন তারা। মেয়েকে খুন করা হয়েছে বলে অভিযোগ তোলেন বধূর বাপের বাড়ির লোক। তাদের অভিযোগ, পণের দাবিতে দীঘদিন থেকেই শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো জামাই সহ তার পরিবার। ঘটনার খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দেহ হাসপাতালে পাঠিয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্তে নেমেছে পুলিস। মেয়ের বাড়ির লোক গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।  
  • Link to this news (বর্তমান)