গঙ্গারামপুরের মহারাজপুরে ব্রিজের জন্য ২২ কোটির ডিপিআর মন্ত্রকে
বর্তমান | ২৭ নভেম্বর ২০২৪
সংবাদদাতা, গঙ্গারামপুর: বিপজ্জনকভাবে একদিকে হেলে রয়েছে ৫১২ নং জাতীয় সড়কের উপর মহারাজপুর ব্রিজ। ২০১৭ সালে বন্যা পরিস্থিতির জেরে ক্ষতিগ্রস্ত হয় ব্রিজটি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দিন দিন আরও খারাপ হচ্ছে ব্রিজের পরিস্থিতি।
ছোট্ট ব্রিজটি দিয়ে হিলি স্থলবন্দরের পণ্যবাহী লরি যাতায়াত করে প্রতিদিন। কোনও কারণে মহারাজপুরের ব্রিজটি ভেঙে পড়লে জেলা সদর বালুরঘাট ও গঙ্গারামপুর শহরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে। জাতীয় সড়কের উপরে দ্বিতীয় ব্রিজের দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, ব্রিজটি একদিকে হেলে পড়লেও সংস্কারের হেলদোল নেই জাতীয় সড়ক কর্তৃপক্ষের।
মালদহ জাতীয় সড়ক ডিভিশন সূত্রে জানা গিয়েছে, মহারাজপুরে ৫১২ নং জাতীয় সড়কে দ্বিতীয় ব্রিজের জন্য দপ্তরের সবুজ সংকেতের অপেক্ষা করা হচ্ছে। ডিভিশনের আধিকারিক দিগন্ত কুণ্ডু বলেন, দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের মহারাজপুরে দ্বিতীয় ব্রিজ তৈরির বিষয় নিয়ে পরিবহণ মন্ত্রকে ২২ কোটি টাকার ডিপিআর তৈরি করে পাঠানো হয়েছে। অর্থ বরাদ্দ হলেই কাজ শুরু করব। স্থানীয় বাসিন্দা নিতাই হালদারের কথায়, মহারাজপুরের ছোট ব্রিজ দিয়ে মাল বোঝাই লরি গেলেই দুলতে থাকে। পরিস্থিতি খুব একটা ভালো নয়। দীর্ঘদিন খারাপ হয়ে থাকলেও জাতীয় সড়ক কর্তৃপক্ষ দেখছে না। বড় দুর্ঘটনার আগে ব্রিজটির কাজে হাত দিক কর্তৃপক্ষ।
গঙ্গারামপুর বিধানসভার বিজেপি বিধায়ক সত্যেন রায় বলেন, ভীষণ উদ্বেগের মধ্যে রয়েছি। মহারাজপুরে নয়ানজুলির উপরে ছোট্ট ব্রিজটির অবস্থা আশঙ্কাজনক। ব্রিজটি ক্রমশ বেঁকে যাচ্ছে একদিকে। বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। জেলাশাসক বিজিন কৃষ্ণা ও জাতীয় সড়ক কর্তৃপক্ষকে লিখিতভাবে দ্রুত কাজ করার আবেদন জানাব।