• বকেয়া সাম্মানিকের দাবিতে বিডিও অফিসে অবস্থানে প্রাক্তন সদস্যরা
    বর্তমান | ২৭ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, নাগরাকাটা: বকেয়া ১৭ মাসের সাম্মানিক প্রদানের দাবিতে মেটেলি বিডিও অফিসে ফের ধর্নায় বসলেন প্রাক্তন পঞ্চায়েত সদস্য ও সদস্যারা। যা নিয়ে চাঞ্চল্য ছড়ায়। 


    মঙ্গলবার দুপুর ১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত  মেটেলি ব্লকের ইনডং মাটিয়ালি গ্রাম পঞ্চায়েতের গত বোর্ডের পঞ্চায়েত সদস্য ও সদস্যারা বিডিও অফিসে ধর্নায় বসেন। প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগানও দিতে থাকেন তাঁরা। এই পঞ্চায়েত সদস্য ও সদস্যারা ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত জনপ্রতিনিধি হিসেবে ছিলেন। তাঁদের দাবি, সরকারিভাবে গ্রাম পঞ্চায়েত সদস্যদের মাসে তিন হাজার টাকা, সঞ্চালকদের ৩৮০০, উপ প্রধানদের চার হাজার ও প্রধানদের পাঁচ হাজার টাকা করে সম্মানিক দেওয়া হতো। ব্লকের পাঁচটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে চারটি পঞ্চায়েতের প্রাক্তন সদস্যদের বকেয়া সাম্মানিক পুজোর আগে দেওয়া হলেও ইনডং মাটিয়ালি গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্যাদের দেওয়া হয়নি সেই সম্মানিক। বিষয়টি একাধিকবার প্রশাসনকে জানিয়েও কোনও কাজ হয়নি বলে অভিযোগ। বাধ্য হয়েই এদিন তাঁরা দ্বিতীয়বার বিডিও অফিসে ধর্নায় বসেন। মাটিয়ালি ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দ্রুত সমস্যা মেটানোর ব্যাপারে জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। 
  • Link to this news (বর্তমান)