নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এক সপ্তাহে শিলিগুড়িতে শাস্তি পেয়েছেন একাধিক পুলিস অফিসার। তাঁদের কাউকে পুলিস লাইনে ক্লোজ করা হয়েছে। আবার কাউকে সাসপেন্ড করা হয়েছে। ছটপুজোর ডিউটিতে ফাঁকি দেওয়ার অভিযোগে তাঁদের বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে খবর। পুলিস সূত্রের খবর, শিলিগুড়ি পুলিস কমিশনারেটের দু’টি জোনে আটটি থানা। এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট থানাগুলির অফিসার ও সিভিক ভলান্টিয়ার মিলিয়ে প্রায় ১০ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অফিসারের তালিকায় এসআই ও এএসআই রয়েছেন। পুলিসের এক অফিসার বলেন, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পুলিস কমিশনার সি সুধাকরের নির্দেশে ওই অফিসার ও সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। নিয়মিত এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়। এটা রুটিন বিষয়।