পুরনো সিলেবাসের শেষ উচ্চ মাধ্যমিক পরীক্ষা: তিন জেলার সঙ্গে জরুরি বৈঠক
বর্তমান | ২৭ নভেম্বর ২০২৪
সংবাদদাতা, ফালাকাটা: ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত বিষয়ে মঙ্গলবার ফালাকাটা কমিউনিটি হলে জরুরি বৈঠক বসে। ২০২৫ সালে শেষবারের মত পুরনো সিলেবাসে উচ্চমাধ্যমিক পরীক্ষা হতে চলেছে। সেই সংক্রান্ত একাধিক জরুরি বিষয় নিয়ে বৈঠক করে উচ্চ মাধ্যমিক শিক্ষাসংসদ। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলার উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে যুক্ত ছয়-শতাধিক শিক্ষক-শিক্ষিকা, জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠকটি হয়। উপস্থিত ছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ডঃ চিরঞ্জিত ভট্টাচার্য। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জানা গিয়েছে, এবছর শেষবারের মত হতে চলেছে পুরনো সিলেবাসে উচ্চমাধ্যমিক পরীক্ষা। ২০২৫ সালে প্রথম একই বছর দু’টি উচ্চমাধ্যমিক পরীক্ষা হতে চলেছে। একটি পুরনো সিলেবাসে মার্চ মাসে ও অপরটি নতুন সিলেবাসে সেপ্টেম্বরের তৃতীয় সেমেস্টারের মধ্যে দিয়ে। এবছরের পরীক্ষা সংক্রান্ত নিরাপত্তার কথা মাথায় রেখে কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকছে। প্রত্যেক ভেন্যুতে মেটাল ডিটেক্টর, সিসিক্যামেরা, সহ চারজন করে পুরুষ ও এক মহিলা পুলিস কর্মী থাকবেন। ভেনুর একটি ঘরে প্রত্যেক শিক্ষক ও শিক্ষাকর্মীদের মোবাইল ফোন জমা রেখে পরীক্ষা নিতে যেতে হবে। অপরদিকে প্ৰশ্নপত্রে সিরিয়াল নম্বর, কিউয়ার কোড ব্যবস্থা থাকবে আগের মতই। প্রশ্নপত্র প্যাকেটিংয়ের ব্যাপারে পরিবর্তন আনা হয়েছে। আগে ভেনু সুপারভাইজার রুমে সব প্রশ্নপত্র এনে তার প্যাকেট খোলা হত। পরীক্ষা শুরুর প্রায় ৩০থেকে ৪৫মিনিট আগে তা খুলে বিভিন্ন রুমের জন্য ভাগ করা হত। ফলে এত আগে প্রশ্নপত্র খোলায় একটা বাড়তি সতর্কতা প্রয়োজন ছিল। কেউ ছবি তুলে বা প্যাকেট নিয়ে বেরিয়ে গিয়ে প্রশ্নপত্র ফাঁস করার একটা সম্ভবনা থাকত। তাই এবছর এর পরিবর্তন করা হয়েছে। একেবারে সরকারি চাকরি পরীক্ষার ধাঁচে প্রশ্নপত্র প্যাকেট করা হবে। যেখানে ২০ ও ১০টি করে প্রশ্নপত্র থাকবে একটি প্যাকে। যার ফলে আলাদা করে পরীক্ষার রুমের জন্য প্রশ্নপত্র খুলে মেলাতে হবে না। একেবারে পরীক্ষার রুমে ছাত্রছাত্রীদের সামনে প্রশ্নপত্রর প্যাকেট খুলে বিলি করা হবে। এবছর শেষবার ছাত্রছাত্রীরা পুরনো সিলেবাসে বেসিক সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। নতুন সিলেবাসে সেপ্টেম্বর মাসে উচ্চমাধ্যমিক পরীক্ষায় ছাত্রছাত্রীরা তা ব্যবহার করতে পারবে না বলে জানিয়েছেন খোদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্য।