• গ্রামবাংলার ঐতিহ্য নিয়ে ভারতীয় জাদুঘরে শুরু প্রদর্শনী
    বর্তমান | ২৭ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তরবঙ্গের মঙ্গলকাব্যকে বলা হয় গোসানীমঙ্গল কাব্য। সাদা কাগজের উপর লেখা সেই গোসানীমঙ্গল কাব্যের পুঁথি কাচের বাক্সের নীচে সাজানো রয়েছে। উত্তরবঙ্গের বিষহরি পালা, যাকে বেহুলা পালাও বলে, সেই সচিত্র পুঁথিও রয়েছে এখানে। এএমআই আর্টস উত্সব ২০২৪ উপলক্ষ্যে কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটির উদ্যোগে ও ভারতীয় জাদুঘর, পশ্চিমবঙ্গ সংগ্রহালয় সমিতি ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সহায়তায় প্রদর্শনী ও সেমিনারের আয়োজন করা হয়েছে। জাদুঘরে এই প্রদর্শনী চলবে আগামী ২৯ নভেম্বর পর্যন্ত। প্রদর্শনীর বিষয়, ভারতের গ্রামীণ ঐতিহ্য। 


    উত্তরপূর্ব ভারত সহ উত্তরবঙ্গের লোক ঐতিহ্যের সম্ভার নিয়ে এই প্রদর্শনীতে উপস্থিত হয়েছে কোচবিহার আর্কাইভ। সেখানেই রয়েছে ওই গোসানীমঙ্গল, বিষহরি পালার প্রাচীন পুঁথিপত্র। তার সঙ্গে ভাওয়াইয়া শিল্পী আব্বাসউদ্দিন আহমেদ, দময়ন্তী রায় বর্মন সহ বিভিন্ন লোকশিল্পীর পালাগনের বুকলেট রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের ঐতিহ্য শীতলপাটি, মেখলা, রাজবংশী সমাজে ব্যবহৃত পাটানি, মাছ ধরার জাল রয়েছে। কোচবিহার আর্কাইভের পাশাপাশি এখানে রয়েছে সুন্দরবন আঞ্চলিক সংগ্রহশালা, দেবলগড় মিউজিয়াম, রামকৃষ্ণ মিশন গোলপার্ক, বোটানিকাল সার্ভে অব ইন্ডিয়া, কলকাতা বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ রাজ্য অভিলেখাগার, বিশ্ববিদ্যালয়ের শেখ নুরউদ্দিন নুরানী মিউজিয়াম অব হেরিটেজ, কৃষ্ণপুর সেন্টার ফর ফোকলোর স্টাডিজ অ্যান্ড রিসার্চ  সহ একাধিক সংস্থার সংগ্রহ রয়েছে। 
  • Link to this news (বর্তমান)