• বাংলার বাড়ি প্রকল্পে: বিধানসভায় দাঁড়িয়ে অনিয়মের অভিযোগ খারিজ করলেন মন্ত্রী
    বর্তমান | ২৭ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলার বাড়ি প্রকল্পের অধীন রাজ্যের প্রান্তিক মানুষকে বাড়ি তৈরির টাকা দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ন্যায্য প্রাপকদের চিহ্নিত করতে রাজ্যজুড়ে চলেছে যাচাই প্রক্রিয়া। উপ নির্বাচন থাকা এলাকা ছাড়া রাজ্যের বাকি অংশে ৯০ শতাংশের বেশি যাচাইয়ের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। শীঘ্রই জেলাস্তরে সম্ভাব্য উপভোক্তাদের নামের তালিকা টাঙানো হবে। তবে এখানেই শেষ নয়, চূড়ান্ত উপভোক্তা তালিকা তৈরির ক্ষেত্রে পঞ্চায়েত দপ্তর তথা জেলার পদস্থ কর্তাদের কাজে লাগিয়ে করা হচ্ছে সুপার চেকিং। নির্ভুল উপভোক্তা তালিকা তৈরির ক্ষেত্রে এমনই ত্রিস্তরীয় যাচাইয়ের প্রক্রিয়া চালু করা হয়েছে। ফলে বাংলার মানুষের কাছে এই প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কোনোরকম অনিয়মের সম্ভাবনা নেই বলেই বিধানসভায় সাফ জানিয়ে দিয়েছেন পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার। এদিন ভাঙড়ের বেশকিছু এলাকায় ন্যায্য উপভোক্তারদের বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে দৃষ্টি আকর্ষণ করেন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি। তার জবাবেই প্রদীপবাবুর বক্তব্য, ‘ত্রিস্তরীয় যাচাইয়ের মাধ্যমে বাংলার বাড়ি প্রকল্পের ন্যায্য উপভোক্তাদের চিহ্নিত করা হচ্ছে। ফলে এই প্রকল্পে সুবিধা দেওয়ার ক্ষেত্রে কোনোরকম অনিয়মের সম্ভাবনা নেই।’একইসঙ্গে, যদি কোনও বিধায়কের এই সংক্রান্ত কোনও অভিযোগ থাকে তাহলে তাঁরা খোলা মনে তা জানাতে পারেন বলেও জানিয়েছেন প্রদীপবাবু। সূত্রের খবর, উপ নির্বাচন থাকা এলাকা বাদ দিয়ে রাজ্যের বাকি জায়গায় যাচাইয়ের কাজ ৯০ শতাংশের বেশি সম্পূর্ণ হয়ে গিয়েছে। বাকি কাজও দ্রুততার সঙ্গে করা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)