• তৈরি হয়েছে জাতীয় কমিটি, এবার রাজ্য সংগঠনেও হাত দিচ্ছে তৃণমূল
    বর্তমান | ২৭ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দলের রাজ্য শাখার সাংগঠনিক কাঠামোয় এবার বেশ কিছু বদল আনতে চলেছে তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রে এমনটাই খবর। সেখানে রাজ্য নেতৃত্ব মনে করছেন, জাতীয় কর্মসমিতিতে বৈঠকের পর বেশ কয়েকটি কমিটিতে আদল-বদল করা হয়েছে। সেই সূত্র ধরে এবার রাজ্য কমিটিতেও সংযোজন-বিয়োজনের প্রবল সম্ভাবনা। ডিসেম্বরে শেষদিকে অথবা জানুয়ারি মাসের গোড়ায় তৃণমূলের রাজ্য কমিটির বৈঠক হতে পারে বলে দলীয় সূত্রে খবর।


    সোমবার কালীঘাটে জাতীয় কর্মসমিতির বৈঠক করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে সাংগঠনিক একাধিক বিষয়ে পদক্ষেপ করা হয়েছে। বেশ কয়েকটি কমিটি যেমন ঢেলে সাজানো হয়েছে, তেমনই কয়েকটি কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। তৃণমূলের জাতীয় কর্মসমিতির সদস্য হিসেবে নতুন পাঁচজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তৃণমূলের একাধিক নেতা মনে করছেন, কিছুদিনের মধ্যেই দলের রাজ্য কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠক থেকেও কিছু অদলবদল করা হতে পারে সংগাঠনিক কাঠামোয়। জেলা, ব্লক  এবং ওয়ার্ড সভাপতিদের পদেও রদবদল করতে চলেছে তৃণমূল। এই সূত্রেই বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে বিভিন্ন আলোচনাচক্রে কারা দলের প্রতিনিধি হয়ে যাবেন, তার তালিকা করা হয়েছে নতুনভাবে। এই তালিকা তৈরির আগে দলের মিডিয়া কো-অর্ডিনেটর মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠক করেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার ও রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তৃণমূলের রাজ্য মুখপাত্রদের নতুন তালিকায় রয়েছেন কুণাল ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য, পার্থ ভৌমিক, শশী পাঁজা, মলয় ঘটক ও সুজিত বসু। বিভিন্ন বৈদ্যুতিন মাধ্যমের আলোচনাচক্রে যোগ দেওয়ার জন্য তৈরি করা হয়েছে ১২ জনের তালিকা। 


    তাতে নতুন মুখ মোশারফ হোসেন ও সন্দীপন সাহা। এছাড়া রয়েছেন স্নেহাশিস চক্রবর্তী, বৈশ্বানর চট্টোপাধ্যায়, সমীর চক্রবর্তী, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জয়া দত্ত, দেবাংশু ভট্টাচার্য, তন্ময় ঘোষ প্রমুখ।
  • Link to this news (বর্তমান)