• জানুয়ারি মাসে সুন্দরবনে পাখি উৎসব 
    বর্তমান | ২৭ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: আগামী  ২২ জানুয়ারি থেকে সুন্দরবনে শুরু হবে তৃতীয় পাখি উৎসব। চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন সুন্দরবন টাইগার রিজার্ভের কর্তারা। এই বার্ড ফেস্টিভ্যালে অংশ নিতে আবেদন করতে হবে। প্রথমবার তিন দিন ধরে পাখি উৎসব চলেছিল। দ্বিতীয় বছর চারদিন। তৃতীয় বর্ষের উৎসব পাঁচদিন হবে। আগামী বছরের জন্য ছ’টি দলের মোট ২৪ জনকে অনুমতি দেওয়া হবে। তাঁরা জঙ্গলে পাখিদের ছবি তুলবেন। সঙ্গে অফিসাররাও থাকবেন। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর রাজেন্দ্র জাখর জানিয়েছেন, গতবার পাখি উৎসবে ব্যাপক সাড়া মিলেছিল।  সুন্দরবন যাতে পাখিদের নিরাপদ স্থান হয়ে উঠতে পারে সে বিষয়ে জোর দেওয়া হচ্ছে।
  • Link to this news (বর্তমান)