• কোন্নগরে বেসরকারি ব্যাঙ্কে আগুন, আতঙ্কে বাসিন্দারা
    বর্তমান | ২৭ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: মঙ্গলবার দুপুরে কোন্নগরের বাটা ঘাটের কাছে একটি বেসরকারি ব্যাঙ্কের শাখায় আগুন ধরে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ব্যাঙ্কের একতলা ও দোতলায় আগুন লাগে। আগুন লাগার পরেই ব্যাঙ্ককর্মীরা তড়িঘড়ি বাইরে বেরিয়ে আসেন। কাছেই ঘন জনবসতি থাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল গোটা এলাকা। দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন আয়ত্তে আনে। তবে ব্যাঙ্কে দাহ্যবস্তু থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। প্রথমে দমকলের একটি ইঞ্জিন এসেছিল। পরিস্থিতি বেগতিক দেখে পরে আরও একটি ইঞ্জিন নিয়ে আসা হয়। ব্যাঙ্কের নথি প্রচুর ক্ষতিগ্রস্ত হলেও লকারে থাকা টাকা পুড়ে গিয়েছে কি না, তা নিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষ মুখ খুলতে চায়নি। দমকল সূত্রে জানা গিয়েছে, এদিন শর্ট সার্কিটের কারণেই আগুন লেগেছিল। ব্যাঙ্কের সার্ভার রুম থেকে আগুন ছড়িয়েছে বলেই প্রাথমিক তদন্তের পর দমকল কর্তারা জানিয়েছেন।
  • Link to this news (বর্তমান)