• সালকিয়ায় আগ্নেয়াস্ত্র সহ ধৃত এক  
    বর্তমান | ২৭ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: সোমবার গভীর রাতে সালকিয়া থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ এক যুবককে গ্রেপ্তার করেছে হাওড়া সিটি পুলিস। গোপন সূত্রে খবর পেয়ে গোলাবাড়ি থানার পুলিসকে সঙ্গে নিয়ে সালকিয়ার পিলখানা মোড়ের কাছে বাসস্ট্যান্ড এলাকায় হানা দেন সিটি পুলিসের গোয়েন্দারা। সেখান থেকেই হাতেনাতে গ্রেপ্তার করা হয় রফাকাত হুসেন নামের ওই যুবককে। প্রাথমিক তদন্তে পুলিস জানিয়েছে, ওই যুবক এলাকায় দুষ্কৃতী বলেই পরিচিত। আগ্নেয়াস্ত্রগুলি ধৃতের কাছে কীভাবে এল, তা খতিয়ে দেখা হচ্ছে।


    পুলিসের একটি সূত্র বলছে, সম্প্রতি শিবপুরের পিএম বস্তি এলাকায় গ্যাং ওয়ারের কারণে দুষ্কৃতী খুন, শালিমার রেল স্টেশন সংলগ্ন এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য ইত্যাদির জেরে শহরে নাকা চেকিং বৃদ্ধি হয়েছে। বিশেষ করে জিটি রোড, ফোরশোর রোড, সালকিয়া, হাওড়া ময়দান, হাওড়া স্টেশন সংলগ্ন এলাকাগুলিতে গভীর রাতে যাত্রীবাহী ছোট গাড়ি, এমনকী বাইক ধরে ধরে তল্লাশি চলছে। হাওড়া সিটি পুলিসের এক কর্তা বলেন, চলতি মাসেই বিশেষ অভিযানে প্রচুর আগ্নেয়াস্ত্র, গুলি, মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। বেশ কিছু স্থানীয় দুষ্কৃতীকে গ্রেপ্তারও করা হয়েছে। সাইবার ক্রাইম রুখতেও বিশেষ ড্রাইভ নেওয়া হচ্ছে।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)