উলুবেড়িয়ার জগদীশপুরে নতুন করে নদী ভাঙন, আতঙ্ক বাড়ছে
বর্তমান | ২৭ নভেম্বর ২০২৪
সংবাদদাতা, উলুবেড়িয়া: উলুবেড়িয়া পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের জগদীশপুরে হুগলি নদীর পশ্চিম পাড়ের ভাঙন কিছুতেই আটকানো যাচ্ছে না। বছর খানেকের মধ্যে দু’টি জায়গায় নদী ভাঙনের পর অন্য একটি জায়গায় নতুন করে ভাঙন দেখা দিয়েছে। বেশ কয়েক ফুট এলাকায় শুরু হওয়া ভাঙনে নতুন করে আতঙ্ক মাথাচাড়া দিয়েছে নদী পাড়ের বাসিন্দাদের মধ্যে। যদিও ইতিমধ্যে ভাঙন রোধে তৎপর হয়েছে সেচদপ্তর। সেচদপ্তর সূত্রে খবর, ভাঙন রোধে কাজ শুরু হয়েছে।
বছর খানেক আগে ভাঙনের কবলে পড়ে উলুবেড়িয়া পুরসভার জগদীশপুরে হুগলি নদীর কয়েকশো মিটার পাড় নদীর গর্ভে চলে যায়। নদী ভাঙন রোধে সেচদপ্তর কাজ করলেও ভাঙন আটকানো সম্ভব হয়নি। এমনকী প্রথম নদী ভাঙনের কয়েক মাস পরে আবার কয়েকশো মিটার নদীবাঁধ ভাঙনের কবলে পড়ে। ভাঙন রোধে নদীর দিকে বাঁশের খাঁচা, বালি-ইটের বস্তা, বিশেষ ধরনের প্লাস্টিকের সিট দেওয়ার পাশাপাশি উল্টো দিকে মাটি ফেলে ভাঙন আটকানোর উদ্যোগ নেয় সেচদপ্তর। বর্ষা বিদায় নেওয়ায় দু’টি ভাঙন এলাকায় সেভাবে কোনও ক্ষতি না হলেও পুরনো ভাঙনের এলাকা থেকে কয়েকশো মিটার দূরে নতুন করে ভাঙন দেখা দেওয়ায় আতঙ্ক বেড়েছে বাসিন্দাদের মধ্যে। ভাঙনের কবলে পড়ে ইতিমধ্যে নদী পাড়ের রাস্তার নীচের মাটি সরে গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, যে কোনও মূহুর্তে রাস্তার এই অংশ নদী গর্ভে চলে যাবে। তাদের মতে নদী ভাঙনের স্থায়ী সমাধান না করলে অদূর ভবিষ্যতে এই ভাঙন ভয়াবহ আকার নেবে। সেচদপ্তর সূত্রে খবর, ভাঙন রোধের পাশাপাশি নদী পাড়ের উল্টো দিকে মাটি ফেলা হবে। এছাড়াও বর্ষায় যে দু’টি জায়গায় ভাঙন হয়েছিল সেই দু’টি জায়গায় ভাঙন রোধে স্থায়ী কাজ হবে। এই প্রসঙ্গে উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস ও ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান জানান, ভাঙনের বিষয়টি সেচদপ্তরকে জানানো হয়েছে। -নিজস্ব চিত্র