সংবাদদাতা, মুর্শিদাবাদ: আজ, বুধবার মুর্শিদাবাদের লালগোলায় এক কিশোরের ক্ষতবিক্ষত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। মৃতের নাম সুরজিৎ দাস (১১)। তার বাড়ি দেওয়ানসরাই গ্রামের জগন্নাথপুর এলাকায়। পরিবারের দাবি, সুরজিৎকে খুন করে তার দেহ ঝোপের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। পুলিস গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে এলাকার একটি বাঁশ বাগানের মধ্যে দেহটিকে পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় লালগোলা থানার পুলিস। সুরজিতের কানে এবং তার আশপাশে আগুনের ছ্যাঁকা দেওয়ার দাগ রয়েছে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। কিন্তু কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। মৃতের পরিবার জানিয়েছে, গতকাল অর্থাৎ মঙ্গলবার থেকেই সুরজিৎ নিখোঁজ ছিল। তাদের দাবি, সুরজিৎকে খুন করা হয়েছে। দেহটি উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিস। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই সঠিক তথ্য দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন পুলিস আধিকারিকরা।