সংবাদদাতা, তুফানগঞ্জ : আবাস যোজনার তালিকা থেকে বাদ পড়ার অভিযোগে পঞ্চায়েত দপ্তরে তালা ঝুলিয়ে বিক্ষোভে দেখালেন গ্রামবাসীরা। আজ, বুধবার ঘটনাটি ঘটেছে কোটবিহারের তুফানগঞ্জ-১ ব্লকের চিলাখানা-১ গ্রাম পঞ্চায়েত দপ্তরে। প্রায় ঘন্টাখানেক ধরে চলে এই বিক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তুফানগঞ্জ থানার পুলিস এবং ব্লক প্রশাসনের কর্তারা। তাদের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। খুলে দেওয়া হয় তালাও।
বিক্ষোভকারীরা বলেন, “আবাসের ঘরের ক্ষেত্রে স্বজনপোষন করা হয়েছে। যাঁদের পাকা বাড়ি রয়েছে তাদের নামও তালিকায় রাখা হয়েছে। প্রকৃত প্রাপকদের বঞ্চিত করা হয়েছে। তালিকায় আমাদের মতো গরীব মানুষদের নাম নেই।” পঞ্চায়েত প্রধান বুদ্ধদেব দাস বলেন, “বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এরপর নতুন তালিকা তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।”