• হাওড়ায় পৃথক পথ দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
    বর্তমান | ২৭ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: আজ, বুধবার ১৬ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনা। মৃত্যু হল তিনজনের। পুলিস ও স্থানীয় সূত্রে খবর, এদিন ভোরে কলকাতার দিকে যাচ্ছিল একটি লরি। উলুবেড়িয়ার বীরশিবপুরের কাছে আসতেই লরিটির চাকা ফেটে যায়। মাঝ রাস্তায় সেটি দাঁড়িয়ে পড়লে পিছন থাকা আসা একটি ডাম্পার আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে লরিটিকে ধাক্কা মারে। দুর্ঘটনায় ডাম্পার চালকের মৃত্যু হয়। দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে সরানোর সময়ে অন্য একটি ম্যাটাডোর নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারের পিছনে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ম্যাটাডোর চালকেরও মৃত্যু হয়। অন্যদিকে, আজ বুধবার ভোরে বাগনানের কাছারি পাড়ার কাছে কলকাতার দিকে যাওয়ার সময় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালকের। পুলিস তিনটি দেহকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
  • Link to this news (বর্তমান)