• দেখা নেই ‘বন্ধু’র, মনখারাপ করে খাওয়াদাওয়া ছাড়ল গুপ্তিপাড়ার মৃত শিশুর চারপেয়ে সঙ্গী
    প্রতিদিন | ২৭ নভেম্বর ২০২৪
  • সুমন করাতি, হুগলি: গুপ্তিপাড়ায় শিশুখুনের ঘটনায় পেরিয়েছে বেশ কয়েকদিন। গ্রেপ্তার হয়েছেন খুদের ঠাকুরদা। এদিকে ‘বন্ধু’ স্বর্ণাভর অপেক্ষায় খাওয়া ভুলেছে প্রতিবেশী চারপেয়ে সঙ্গী অ্যালেক্সা।

    হুগলির গুপ্তিপাড়ার বাসিন্দা স্বর্ণাভ সাহার পাশের বাড়িতেই থাকে অ্য়ালেক্সা। ল্য়াব্রেডর প্রজাতির এই সারমেয়র সঙ্গে বেশ ভাব ছিল খুদের। ফাঁকা সময় পেলেই তার কাছে হাজির হতো সে। ফলত দুজনের বন্ধুত্ব বেশ গাঢ় হয়েছিল। মুখে না বলতে পারলেও আচরণে অ্যালেক্সা বুঝিয়ে দিত স্বর্ণাভর প্রতি তার ভালোবাসা। আচমকা কয়েকদিন ধরে দেখা নেই প্রিয় ‘বন্ধু’র। কিছু না বুঝলেও মন খারাপ অ্যালেক্সার। স্বর্ণাভর অপেক্ষায় খাওয়া ভুলেছে সে। একেবার চুপ করে ঘরের এককোণে বসে সে। রোজকার মতো ছোটাছুটি খেলাধুলোও একেবারে বন্ধ। চোখের ভাষায় অ্যালেক্সা বুঝিয়ে দিচ্ছে, তার বন্ধুর দেখা চাই।

    প্রসঙ্গত, হুগলির গুপ্তিপাড়া বাদাগাছি এলাকার বছর চারেকের বাসিন্দা স্বর্ণাভ সাহা শনিবার বিকেলে ঠাকুমার ঘরে খেলতে যাচ্ছি বলে বের হয়েছিল। তার পর আর ফিরে আসেনি। পুলিশের কাছে খবর যায়। প্রায় ২০ ঘণ্টা তল্লাশি চলে। শিশুর খোঁজে এলাকায় ড্রোন ক্যামেরা ওড়ানো হয়। ডোবা-পুকুরেও খোঁজ চালানো হয়। শেষ পর্যন্ত রবিবার সকালে বাড়ির শৌচাগারে অচৈতন্য অবস্থায় স্বর্ণাভ উদ্ধার হয়। পরবর্তীতে খুনে জড়িত সন্দেহে খুদের ঠাকুরদাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)