রাজ্যে গ্রামীণ প্রায় ১.৭৫ কোটি বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছনোর কথা। এখনও পর্যন্ত তা হয়েছে প্রায় ৯৩.৫০ লক্ষ পরিবারে। ২০২৪ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা থাকলেও, এই পরিস্থিতিতে তা সম্ভব নয়। তবে নবান্নের নির্দেশ, ২০২৫ সালের এপ্রিলের মধ্যে কাজ শেষের চেষ্টা করতে হবে। এ দিন মুখ্যমন্ত্রীর অভিযোগ, জলের নল কেটে অন্য কাজে ব্যবহার করা হচ্ছে কিছু এলাকায়। মমতার নির্দেশ, ‘‘অনেকে নল বসাতেও বিরোধিতা করছে। স্বার্থ থাকতে পারে। রাজ্য পুলিশের ডিজি বিষয়টি দেখবেন। কাউকে ছাড়া হবে না। মুখ্যসচিব, ডিজি ছাড়াও অর্থ, ভূমি, পঞ্চায়েত, জনস্বাস্থ্যকারিগরি দফতর প্রকল্পের কাজ একসঙ্গে করবে। কোনও পঞ্চায়েতেরও নল বসানোর কাজে বাধা দেওয়ার অধিকার নেই। জলের গুণমানের পরীক্ষাও করাতে হবে নিয়মিত।’’