• 'ওই আসনটাও থাকবে না!',অগ্নিমিত্রাকে সরাসরি তৃণমূলে আসার আহ্বান ববির...
    ২৪ ঘন্টা | ২৮ নভেম্বর ২০২৪
  • প্রবীর চক্রবর্তী: ২০২৬ এ আপনি জিততে পারবেন না, ওই আসন পাবে তৃণমূল। এই বার্তা দিয়ে অগ্নিমিত্রাকে তৃণমূলে আহ্বান জানালেন ফিরহাদ হাকিম। সংবিধান দিবসে রাজ্যের আইনশৃঙ্খলা এবং সাম্প্রদায়িকতা নিয়ে প্রশ্নে হট্টাগোল তৈরি হয়। এই ইস্যুতে ফরহাদ হাকিমকে কার্যত কাঠগড়ায় দাঁড় করান অগ্নিমিত্রা পাল। এরপরই কটাক্ষ করে বিধানসভায় বিরোধীদলের সদস্যদের দল বদলের প্রস্তাব দিলেন ফিরহাদ। 

    ফিরহাদ হাকিম বলেন, 'পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সব ধর্মের মানুষকে নিয়ে চলেন। সব ধর্মের মানুষের জন্য বাংলা সুরক্ষিত। সুরক্ষিত কতটা তার প্রমাণ সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ফল ৬-০।' অগ্নিমিত্রাকে উদ্দেশ্য করে বিধানসভায় ববি আরও বলেন, 'আপনার আশে পাশে বসা অনেকে চলে এসেছে আপনিও চলে আসুন, পরের বার আপনার আসন আর জিতবেন না।' 

    মাদারিহাট কেন্দ্রের ফলাফলের প্রসঙ্গ টেনে বিজেপির বিধায়কদের শাসকদলে যোগ দেওয়ার আহ্বান জানান রাজ্যের মন্ত্রী। নইলে আগামী নির্বাচনে আসানসোল দক্ষিণে নিজের কেন্দ্রেও পরাজিত হবেন অগ্নিমিত্রা। উপনির্বাচনের ফল নিয়ে বিজেপিকে খোঁচা দিয়ে ফিরহাদ বলেন, 'তৃণমূলের বিরুদ্ধে এত কুৎসা, এত অপপ্রচার করা হল। তার পরেও তো উপনির্বাচনে ৬-০ হল।'

  • Link to this news (২৪ ঘন্টা)