• মাদক সহ গ্রেপ্তার ৪
    বর্তমান | ২৮ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, আলিপুরদুয়ার: আন্তর্জাতিক মাদক পাচারচক্রের চারজন পান্ডাকে গ্রেপ্তার করল জয়গাঁ থানার পুলিস। মঙ্গলবার গভীর রাতে জয়গাঁর জিএসটি মোড়ে নাকা চেকিংয়ে এই সাফল্য মেলে পুলিসের। ভুটান নম্বরের একটি গাড়ি থেকে ওই চার ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিস। ধৃতদের কাছ থেকে ২৫০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। যার বর্তমান বাজারমূল্য তিন লক্ষ টাকা।


    পুলিস জানিয়েছে, ধৃতদের মধ্যে দু’জন ভুটানের নাগরিক। কিষেন রাই ও রাজমান গুরুং। বাকি দু’জনের নাম জাইদুল হক ও মুস্তাফা আলি। তাদের বাড়ি জয়গাঁর গুয়াবাড়ি ও ঝর্নাবস্তি এলাকায়। পুলিস গাড়িটিও বাজেয়াপ্ত করেছে। পুলিস সুপার ওয়াই রঘুবংশী বলেন, ধৃতরা আন্তর্জাতিক মাদক পাচারচক্রের সঙ্গে জড়িত। তদন্ত চলছে।
  • Link to this news (বর্তমান)