ওই নির্দেশিকায় বলা হয়েছে, পুরসভাগুলি প্রতি ওয়ার্ডে কয়েকটি জায়গা চিহ্নিত করে দেবে এবং সেখানেই পথকুকুরদের খেতে দিতে হবে। বাচ্চারা খেলাধুলো করে বা জনসমাগমের জায়গায় এই স্থান নির্বাচন করা যাবে না। দিনে দু’বার (সকাল এবং সন্ধ্যায় ৭টা থেকে ৯টা) খাওয়ানো যাবে। খাওয়া হলে গেলে জায়গা সাফ করে দিতে হবে। নির্দিষ্ট জায়গার বাইরে খাওয়ালে এবং নোংরা করলে শাস্তির বিধান থাকছে। খাবারও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। বলা হয়েছে, ভাত, রুটি, আলুসেদ্ধ, মাছ, মাংস দেওয়া যেতে পারে। প্রয়োজনে মাংসের ছাঁটও দেওয়া যেতে পারে। নির্ধারিত জায়গায় পরিষ্কার পাত্রে পর্যাপ্ত জলের ব্যবস্থাও রাখতে হবে। চকলেট, মিষ্টি বা ভাজাভুজি জাতীয় খাবার দেওয়া যাবে না।
বিচারপতির নির্দেশ, সচেতনতা বাড়াতে সব পুরসভাকে এই নির্দেশিকা প্রচার করতে হবে। ১৯ ডিসেম্বর পরের শুনানিতে সব পুরসভা এই নির্দেশিকা গ্রহণের রিপোর্ট জমা দেবে।