আগামী পার্টি কংগ্রেসের আগে দলের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক বসছে কলকাতায়। সেই বৈঠক দলীয় দফতরের বাইরে করার সিদ্ধান্ত নিল সিপিএম। ঠিক হয়েছে, আগামী ১৭ থেকে ১৯ জানুয়ারি নিউ টাউনে একটি বেসরকারি বাড়িতে ওই বৈঠকের আয়োজন হবে। ‘নিউ টাউন প্লাজ়া’র ব্যাঙ্কোয়েট অংশে বসবে বৈঠক। কেন্দ্রীয় কমিটির সদস্যদের থাকার ব্যবস্থাও হবে নিউ টাউনে। প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রয়াণ দিবস ১৭ জানুয়ারি। নিউ টাউনেই বসুর নামাঙ্কিত গবেষণা কেন্দ্রের প্রথম পর্যায়ের কাজ সূচনা হবে ওই দিন প্রথমার্ধে। তার পরে শুরু হবে কেন্দ্রীয় কমিটির বৈঠক। বসুর নামে গবেষণা কেন্দ্রের ভবনের প্রথম পর্যায়ের নির্মাণ কাজ গত বছর সূচনা করেছিলেন সিপিএমের তৎকালীন সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।