ওই পর্যটকের মৃত্যুর খবর পেয়ে রাতেই হাসপাতালে যায় বটানিক্যাল গার্ডেন থানার পুলিশ। রিচার্ডের দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। হাওড়া সিটি পুলিশের এক পদস্থ আধিকারিক জানান, ঘটনাটি নিয়ে জার্মানির দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। দূতাবাসের তরফেই জার্মানিতে ওই পর্যটকের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হবে।
প্রাথমিক তদন্তে পরে পুলিশ জানিয়েছে, ৩৮ জনের পর্যটকের এই দলটির ভারত ভ্রমণে বেরিয়ে বুধবার বারাণসী যাওয়ার পরিকল্পনা ছিল। হাওড়ার বটানিক্যাল গার্ডেন থেকে গঙ্গা বিহার নামে জাহাজে করে তাঁদের যাওয়ার কথা থাকায় সেটি নোঙর করা ছিল গার্ডেনের লঞ্চঘাটে। কিছু দিন আগে পর্যটকদের এই দলটি কলকাতায় আসে। তদন্তকারীদের ধারণা, বার্ধক্যজনিত অসুস্থতার কারণেই মারা গিয়েছেন জার্মান ওই পর্যটক।