• এই প্রথম কলকাতায় গ্রিন অ্যানাকোন্ডা আসছে, দৈত্যাকার সাপ বড় চমক চিড়িয়াখানার
    আজ তক | ২৮ নভেম্বর ২০২৪
  • অ্যানাকোন্ডা! নামটা শুনলেই শরীরে যেন ঠান্ডা স্রোত বয়ে যায়। আবার মনের কোণায় ভিড় করে নানা কৌতূহল। গল্পের বই থেকে সিনেমা, অ্যানাকোন্ডা সর্বত্র বিরাজ করেছে। দৈত্যাকার এই সাপকে নিয়ে কত গল্পগাথাই না রয়েছে। সেই অ্যানাকোন্ডাই রয়েছে কলকাতায়। তবে তা ইয়েলো অ্যানাকোন্ডা। কয়েক বছর আগে আলিপুর চিড়িয়াখানায় যার ঠাঁই হয়েছে। তবে এবার কলকাতায় আসছে গ্রিন অ্যানাকোন্ডা। আপাতত তারই তোড়জোড় শুরু চিড়িয়াখানায়। 

    ইয়েলো অ্যানাকোন্ডা আকারে ছোট। তবে গ্রিন অ্যানাকোন্ডা কিন্তু চেহারায় বেশ বড়। আলিপুর চিড়িয়াখানায় এবার ভয় ধরানো সেই গ্রিন অ্যানাকোন্ডা আনা হচ্ছে। bangla.aajtak.in-কে এমনটাই জানিয়েছেন চিড়িয়াখানার অধিকর্তা শুভঙ্কর সেনগুপ্ত। অতিকায় এই সাপকে চোখের দেখা দেখতে পাবেন আলিপুর চিড়িয়াখানায়। 

    এই গ্রিন অ্যানাকোন্ডারই দেখা পেয়েছিলেন প্রফেসর শঙ্কু। এবার বাস্তবেই সেই সাপের দেখা পেতে পারেন বঙ্গবাসী। এই প্রসঙ্গে bangla.aajtak.in-কে চিড়িয়াখানার অধিকর্তা বলেছেন, 'গ্রিন অ্যানাকোন্ডা আনার পরিকল্পনা রয়েছে। আনার প্রক্রিয়া চলছে। যত তাড়াতাড়ি সম্ভব আনা হচ্ছে।' তবে ঠিক কবে গ্রিন অ্যানাকোন্ডা আনা হবে এবং কোথা থেকে আনা হবে, তা এখনই খোলসা করেননি অধিকর্তা। তাঁর কথায়, 'অনন্ত ৩টে গ্রিন অ্যানাকোন্ডা আনা হবে।'

    জানা গিয়েছে, ভারতের কোনও চিড়িয়াখানায় এখনও পর্যন্ত গ্রিন অ্যানাকোন্ডা নেই। কলকাতার আলিপুর চিড়িয়াখানায় গ্রিন অ্যানাকোন্ডা আনা হলে, তা এক নজির তৈরি হবে। গ্রিন অ্যানাকোন্ডার জন্য আলাদা এনক্লোজারও তৈরি করা হচ্ছে বলে খবর। শুধু, 
    গ্রিন অ্যানাকোন্ডাই নয়, আলিপুর চিড়িয়াখানায় আনা হচ্ছে আফ্রিকান লায়নও। 

    সম্প্রতি চিড়িয়াখানায় অন্য এক চমক উপহার দেওয়া হয়েছে। পাখিদের নতুন খাঁচা তৈরি করা হয়েছে। বিশাল আকারের কাঁচে ঘেরা সেই খাঁচায় এবার ঢুকতে পারবেন দর্শনার্থীরা। একেবারে কাছ থেকে পাখি দেখতে পারবেন দর্শনার্থীরা। এবার অপেক্ষা গ্রিন অ্যানাকোন্ডার। 
     
  • Link to this news (আজ তক)