• 'থ্রেট কালচার' মামলায় স্বস্তি! ৬ পড়ুয়াকে পরীক্ষায় বসার অনুমতি হাইকোর্টের.
    ২৪ ঘন্টা | ২৮ নভেম্বর ২০২৪
  • অর্ণবাংশু নিয়োগী: সাগর দত্ত মেডিক্যাল কলেজে 'থ্রেট কালচার'। ৬ ডাক্তারি পড়ুয়াকে এবার পরীক্ষা বসার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। শুধু তাই নয়, আদালতে নির্দেশে ক্লাসও করতে পারবেন তাঁরা, তবে হস্টেলে যেতে পারবেন না।

    ঘটনাটি ঠিক কী? আরজি কর কাণ্ডে পর রাজ্যের বিভিন্ন সরকারি কলেজেই থ্রেট কালচারের অভিযোগ উঠেছে। ব্য়তিক্রম নয় সাগর দত্ত মেডিক্যাল কলেজও। থ্রেট কালচারে যুক্ত থাকার অভিযোগের ১১ জন পড়ুয়ার কলেজে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল কর্তৃপক্ষ। যাঁদের মধ্য়ে ৬ জন ডাক্তারি পড়ুয়া, আর ৫ জন ইন্টার্ন। 

    এদিকে কলেজে প্রবেশে নিষেধাজ্ঞা কারণের ৬ ডাক্তারি পড়ুয়ার পরীক্ষা নিয়ে জটিলতার তৈরি হয়। হাইকোর্টের হস্তক্ষেপে অবশেষে জটিলতা কাটল। ওই ৬ পড়ুয়ার পরীক্ষায় বসতে আর কোনও বাধা রইল না। 

    এর আগে, এই থ্রেট কালচারের অভিযোগের প্রেক্ষিতে কলেজ কাউন্সিলের বৈঠক ডাকা হয়েছিল সাগর দত্ত মেডিক্যালে। কবে? ৪ সেপ্টেম্বর। সেই বৈঠককে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। প্রিন্সিপালের ঘরে রীতিমতো তাণ্ডব চলে।

    এদিকে আরজি কর থ্রেট কালচারের অভিযোগে ৪৭ জন চিকিত্‍সককে সাসপেন্ড করেছিল কলেজ কর্তৃপক্ষ। কিন্তু সেই সাসপেনশন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট।  বিচারপতি কৌশিক চন্দের অবসরকালীন বেঞ্চের নির্দেশ,  'স্বাস্থ্য দফতরের নির্দেশ ছাড়া সাসপেবশন বা বহিষ্কার কার্যকর করা যাবে না। রাজ্য সরকার সিদ্ধান্ত না নিলে ৫ অক্টোবরের সিদ্ধান্ত কার্যকর নয়'।

  • Link to this news (২৪ ঘন্টা)