• কোনও ধর্মের মানুষের উপর অত্যাচারই সমর্থন করি না, বাংলাদেশ প্রসঙ্গে বললেন মমতা
    আজকাল | ২৮ নভেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন-এর শপথগ্রহণ অনুষ্ঠান থেকে ফিরে কলকাতা বিমানবন্দরে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'বাংলাদেশের ঘটনায় আমরা দুঃখিত, মর্মাহত। অনেক মানুষ আগেও মারা গেছেন। এখনও অত্যাচারিত হচ্ছেন। আগেও অনেক ছাত্র-ছাত্রী মারা গেছেন। কোনও ধর্মের মানুষের উপর অত্যাচারই আমরা সমর্থন করি না।' কিন্তু এক্ষেত্রে যে রাজ্য সরকারের কিছু করার নেই সেকথা বোঝাতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'আমাদের ভূমিকা খুবই সীমিত। কারণ, দুটো আলাদা দেশ। ভারত সরকার এক্ষেত্রে পদক্ষেপ নিতে পারে।' ভবিষ্যতে বাংলাদেশ নিয়ে কেন্দ্র কোনও সিদ্ধান্ত নিলে তাঁর দল তৃণমূল কংগ্রেসের কী অবস্থান হবে সে প্রসঙ্গে তৃণমূল সুপ্রিমো বলেন, 'আমাদের অবস্থান হল কেন্দ্রে যেই সরকারই থাকুক না কেন বিদেশনীতির ক্ষেত্রে তারা যে পদক্ষেপ নেবে আমরা সেটা সমর্থন করব।'


    ইসকনের সন্যাসী এবং সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাশকে বাংলাদেশ সরকার গত কয়েকদিন আগে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে পুলিশের কাছে রাষ্ট্রদ্রোহের অভিযোগ দায়ের করা হয়। এরপরেই গোটা বাংলাদেশ জুড়ে সনাতনী ধর্মাবলম্বীরা পথে নেমে প্রতিবাদে সামিল হন। অভিযোগ ওঠে, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের। এদিন মমতা জানান, 'আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট। আমরা কোনও ধর্ম, দেশ বা জাতির উপর অত্যাচার সমর্থন করি না। আমরা সবাই এক। গত একবছর ধরে হওয়া এই ধরনের সমস্ত ঘটনার জন্য আমরা দুঃখিত। বাংলাদেশকে আমরা ভালোবাসি। তাঁরাও আমাদের এবং বাংলাকে ভালোবাসেন। তাঁদের এবং আমাদের ভাষা, সাহিত্য ও পোশাক এক। আমরা চাই না ধর্মে-ধর্মে বিভেদ করা হোক এবং তার রেশ আমাদের উপর পড়ুক। মন্দির, মসজিদ, গির্জা, গুরদোয়ারা সবই থাকবে। প্রত্যেকেই যেন তাঁর নিজস্ব ধর্ম পালন করতে পারেন।'
  • Link to this news (আজকাল)