• চিটফান্ডে প্রতারিতদের টাকা ফেরতের জন্য গড়া কমিটির চেয়ারম্যান বদল, কাকে দায়িত্ব দিল হাই কোর্ট
    আনন্দবাজার | ২৯ নভেম্বর ২০২৪
  • রাজ্যের চিটফান্ড কমিটির চেয়ারম্যান বদল করা হল। কলকাতা হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শৈলেন্দ্রপ্রসাদ তালুকদারের নেতৃত্বে যে কমিটি গঠন করা হয়েছিল, তার মাথায় এলেন হাই কোর্টের আর এক অবসরপ্রাপ্ত বিচারপতি। অসুস্থতার কারণে বিচারপতি এসপি তালুকদার এই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। চিটফান্ড কমিটির নতুন চেয়ারম্যান করা হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে।

    সারদা-সহ বিভিন্ন চিটফান্ড বা অর্থলগ্নি সংস্থার দ্বারা যাঁরা প্রতারিত হয়েছেন, তাঁদের টাকা ফেরত দেওয়ার বিষয়টি তদারকির জন্য একটি কমিটি গঠন করেছিল কলকাতা হাই কোর্ট। সেই কমিটির মাথায় ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি এসপি তালুকদার। অর্থলগ্নি সংস্থাগুলির সম্পত্তি নিলামে বিক্রি করে প্রতারিতদের টাকা ফেরত দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছিল। আদালত জানিয়েছিল, হাই কোর্টের তত্ত্বাবধানে কাজ করবে তালুকদার কমিটি। তবে সেই কমিটির কাজের খরচ জোগাবে রাজ্য সরকার।

    তার পর থেকে তালুকদার কমিটি অর্থলগ্নি সংস্থাগুলির সম্পত্তির মাধ্যমে টাকা ফেরানোর কাজ করে চলেছে। ইতিমধ্যে প্রতারিতদের অনেকে টাকা ফেরত পেয়ে গিয়েছেন। তবে কাজ আরও বাকি আছে। এর মধ্যে বিচারপতি এসপি তালুকদার অসুস্থ হয়ে পড়ায় তালুকদার কমিটির চেয়ারম্যান পদে পরিবর্তনের প্রয়োজন হয়। কলকাতা হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ এই সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছে। দায়িত্ব দেওয়া হয়েছে বিচারপতি সুব্রত তালুকদারকে। হাই কোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আগামী বছরের ১ জানুয়ারি থেকে চিটফান্ড কমিটির চেয়ারম্যান পদে দায়িত্ব নেবেন বিচারপতি সুব্রত তালুকদার।

    উল্লেখ্য, চিটফান্ডে হারানো টাকা ফেরত না পাওয়ার অভিযোগে একাধিক বার রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন প্রতারিতেরা। ২০১৮ সালে ‘আমানতকারী ও এজেন্ট সুরক্ষা মঞ্চ’-এর তরফে রাজভবন অভিযান করা হয়েছিল। সেই মঞ্চ থেকে অভিযোগ উঠেছিল, তালুকদার কমিটিকে পর্যাপ্ত পরিকাঠামো দেওয়া হচ্ছে না। তবে তার পরে গত কয়েক বছরে অনেকে টাকা ফেরত পেয়েছেন। আরও টাকা ফেরত দেওয়ার কাজ বাকি আছে।

  • Link to this news (আনন্দবাজার)