• বাংলাদেশে অস্থিরতা, বাড়তি নজর সীমান্তে
    বর্তমান | ২৯ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ফের অস্থিরতা বাংলাদেশে। এবার সন্ন্যাসী গ্রেপ্তার ইস্যুতে প্রতিবেশী রাষ্ট্রে বিক্ষোভ চরমে। এরজেরে বাংলাদেশ থেকে সংখ্যালঘু হিন্দুরা অবৈধভাবে উত্তরবঙ্গে প্রবেশ করতে পারে বলে আশঙ্কা। এক সপ্তাহে চার জন অনুপ্রবেশকারীকে ধরে বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) হাতে তুলে দিয়েছে বিএসএফ। তারা এর মোকাবিলায় সীমান্ত গ্রামে টহলদারি বাড়িয়েছে। নিয়মিত গ্রামবাসী ও পুলিসের সঙ্গে বৈঠক করছে। পাশাপাশি, উত্তরবঙ্গের চারটি স্থলবন্দর দিয়ে বাংলাদেশের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য থমকে যেতে পারে বলে শঙ্কা। এনিয়ে ব্যবসায়ীরা উদ্বিগ্ন। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা সুরক্ষিত নয় বলে অভিযোগ উঠেছে। বাড়িঘর ভাঙচুর করার পাশাপাশি লুট, হুমকি চলছে। এই অবস্থায় সন্ন্যাসী গ্রেপ্তারের ইস্যুতে ফের তপ্ত প্রতিবেশী রাষ্ট্র। বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে। সেই ঘটনার প্রভাব উত্তরবঙ্গের বাংলাদেশ সীমান্তে পড়তে পারে বলে আশঙ্কা।
  • Link to this news (বর্তমান)