• ভাইঝিকে কটূক্তি, প্রতিবাদ করায় মার
    বর্তমান | ২৯ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, পতিরাম: নাবালিকা ভাইঝিকে উত্যক্ত করার প্রতিবাদ করে বেধড়ক মার খেলেন কাকা। তাঁর রাস্তা আটকে মারধর করে জখম করল পাড়ারই একদল যুবক। শুধু তাই নয়, কাকার মাথায় মদের বোতল দিয়েও আঘাত করে অভিযুক্তরা। স্বামীর উপর হামলা হয়েছে দেখে স্ত্রী ছুটে গেলে অভিযুক্তরা তাঁকে মারধর করার পর শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ। গত সোমবার রাতে এই মারধরের ঘটনায় উত্তেজনা ছড়ায় বালুরঘাটের ১১ নম্বর ওয়ার্ডের একে গোপালন কলোনিতে। যুবকদের মারে রক্তাক্ত ও জখম অবস্থায় কাকাকে বালুরঘাট হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার হাসপাতাল থেকে ছুটি হওয়ার পর রাতেই বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ওই পরিবার। ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে দেখা হচ্ছে। 


    পুলিস সূত্রে খবর, ওই এলাকার আটজনের নামে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্ত পরিবার। অভিযোগ, ওই দলের কয়েকজন মাঝেমধ্যেই নাবালিকাকে রাস্তাঘাটে উত্যক্ত করত। বিষয়টি জানতে পেরে কাকা এক যুবককে ডেকে শাসন করেছিলেন। সেটা ভালোভাবে নেয়নি অভিযুক্ত। সে কয়েকজনকে ডেকে এনে কাকাকে রাস্তায় ফেলে বাঁশ ও কাঠ দিয়ে বেধড়ক মারধর করে। আক্রান্তের স্ত্রী ছাড়াতে গেলে তাঁকেও চুলের মুঠি ধরে মারধর করা হয়। আহত কাকা বলেন, ভাইঝিকে উত্যক্ত করত  যুবকরা। প্রতিবাদ করতেই এভাবে মারধর করেছে। থানায় লিখিত অভিযোগ করেছি। অভিযুক্তদের কঠিন শাস্তির দাবি জানাচ্ছি। বালুরঘাট থানা সূত্রে খবর, ঘটনার পর থেকেই অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে।  তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। 
  • Link to this news (বর্তমান)