• দক্ষিণবঙ্গে পুবালি  বাতাসে শীত থমকে কয়েকদিন   
    বর্তমান | ২৯ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বঙ্গোপসাগর থেকে পুবালি বাতাস প্রবেশ করার জন্য কলকাতা সহ দক্ষিণবঙ্গে কয়েকদিন শীত কিছুটা থমকে যাবে। বৃহস্পতিবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে। বেশ কয়েকদিন পর বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা (১৮.৬ ডিগ্রি সেলসিয়াস) স্বাভাবিকের থেকে বেশি ছিল। গত কয়েকদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির আশপাশে ছিল। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা এইচ আর বিশ্বাস জানিয়েছেন, আগামী কয়েকদিন এরকম থাকবে। এই সময় কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯-২০ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে। শনি ও রবিবার দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার উপকূল এলাকার কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। এরপর ফের শীতের মাত্রা বাড়বে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে বৃহস্পতিবার যে অতি গভীর নিম্নচাপটি সৃষ্টি হয়েছে, সেটি আরও দুর্বল হয়ে কাল শনিবার সকালে তামিলনাড়ু-পণ্ডিচেরী উপকূল দিয়ে স্থলভূমিতে ঢুকবে। নিম্নচাপের প্রভাব পড়বে না এরাজ্যে। এদিকে আজ শুক্রবার কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের উদ্যোগে কর্মশালার আয়োজন করা হয়েছে। যোগ দেবেন কেন্দ্রীয় ভূ-বিজ্ঞান মন্ত্রকের সচিব এন রবিচন্দ্রন ও আবহাওয়া দপ্তরের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র।  
  • Link to this news (বর্তমান)