• ধান কিনতে স্বচ্ছতায় জোর, আজ উচ্চ পর্যায়ের বৈঠক
    বর্তমান | ২৯ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কৃষকদের কাছ থেকে ধান কেনার ক্ষেত্রে স্বচ্ছতা যাতে বজায় থাকে, তার উপরই জোর দিয়েছে রাজ্য সরকার। এই সংক্রান্ত বিষয়ে আজ, শুক্রবার একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। খাদ্যমন্ত্রী, খাদ্য দপ্তরের আধিকারিক, জেলাশাসক, জেলা প্রশাসনের পদস্থ কর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স হবে। ধান কেনার সঙ্গে যুক্ত সিএমআর এজেন্সির কর্তারা থাকবেন বৈঠকে। ফলে এই বৈঠককে সার্বিকভাবে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কোনওরকম দালালচক্র, অসাধু কারবারিরা যাতে ধান কেনার প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হতে না পারেন, সেটাই সুনিশ্চিত করতে চাইছে রাজ্য। কৃষকদের দিকটি সুরক্ষিত রাখা হচ্ছে। প্রসঙ্গত, বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন বিধায়করা। সেখানেই বিধায়ক বায়রন বিশ্বাস অভিযোগ জানান, ৩ কেজির জায়গায় ৫ কেজি ধান কেটে নেওয়া হচ্ছে। তৎক্ষণাৎ বিষয়টি সরেজমিনে দেখতে রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশ আসার পরেই রাজ্যের মুখ্যসচিব এদিন বৈঠক ডেকেছেন। গোটা রাজ্যের ধান কেনার সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে বৈঠকে।  


    অন্যদিকে এদিন বিধানসভার অধিবেশনে কৃষি, কৃষি বিপণন ও খাদ্য প্রক্রিয়াকরণ বিষয়ক কমিটির রিপোর্টের উপর আলোচনা হয়। সেখানে রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বিস্তারিতভাবে উল্লেখ করেন, কৃষি ক্ষেত্রে প্রভূত উন্নয়ন।
  • Link to this news (বর্তমান)