• দুই হুমায়ুনের কাণ্ডে ‘অস্বস্তিতে’ তৃণমূল, বিজেপি বিধায়কের ‘দিদি’ বন্দনা
    বর্তমান | ২৯ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে মুর্শিদাবাদ জেলার ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বিরুদ্ধ। দল বিরোধী কাজের জন্য তাঁকে শো-কজ করেছে দলের শৃঙ্খলারক্ষা কমিটি। এই অবস্থায় হুমায়ুনকে কড়া নির্দেশ দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ হয় হুমায়ুনের। সেখানেই হুমায়ুনের উদ্দেশে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘তুমি বেশি কথা বলছো! কম কথা বলো। আর তোমাকে যে শো-কজ করা হয়েছে, তার উত্তর দাও।’ পরে হুমায়ুন বলেন, ‘শো-কজের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন নেত্রী। আমি তা সময়মতোই দেব।’ 


    ‘এক’ হুমায়ুন কবিরের বিরুদ্ধে দল যখন কড়া পদক্ষেপ করছে, তখন ‘আর এক’ হুমায়ুন কবীর ‘বিধানসভাবহির্ভূত’ প্রশ্ন করে সরকার পক্ষকে ‘অস্বস্তির’ মুখে ফেলে দিয়েছিলেন বলে মনে করছেন তৃণমূল পরিষদীয় দলের সদস্যরা। এদিন বিধানসভার প্রশ্নোত্তর পর্বে ওয়াকফ সংক্রান্ত বিষয়ে তৃণমূল ব্যতীত অন্য দলের প্রসঙ্গ টেনে আনেন ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। অন্য দলের সঙ্গে যৌথ আন্দোলনের কথাও উঠে আসে হুমায়ুনের বক্তব্যে। এমন প্রশ্ন শুনে অধিবেশন কক্ষে উপস্থিত তৃণমূলের অন্য বিধায়করাও ‘অস্বস্তির’ মুখে পড়ে যান। তৎক্ষণাৎ মমতা বলে দেন, ‘অন্য রাজ্যের অন্য দলের বিষয় এখানে আলোচনার জন্য নয়। অন্য রাজনৈতিক দলের নাম নেব না। তাদের আন্দোলনের বিষয় তাদের সিদ্ধান্ত। কেন্দ্রের ওয়াকফ বিলের বিরোধিতায় তৃণমূল আন্দোলনে লিড করছে।’


    এদিন বিধানসভায় নিজের ঘরে দলীয় বিধায়কদের নিয়ে বৈঠক করেন মমতা। তাঁদের প্রতি নেত্রীর নির্দেশ, এলাকার মানুষের পাশে সবসময় থাকতে হবে। বসিরহাট এলাকা দেখভালের দায়িত্ব মন্ত্রী সুজিত বসুকে দিয়েছেন তিনি। বসিরহাট সাংগঠনিক জেলায় তৃণমূলের এই মুহূর্তে কোনও জেলা সভাপতি নেই। কিছুদিন আগে হাজি নুরুল ইসলাম মারা গিয়েছেন। ফলে ওই কেন্দ্র এমপি-শূন্য। ওই এলাকার দেখভালের নির্দেশ দেওয়া হয়েছে সুজিতকে।


    অন্যদিকে, এদিন বিধানসভা অধিবেশনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘দিদি’ বলে সম্বোধন করেন বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। একটি প্রশ্ন প্রসঙ্গে তিনি বলেন, ‘দিদিকে কাছে পেয়েছি...।’ প্রত্যুত্তরে মমতাও তৎক্ষণাৎ বলেন, ‘আপনাকে অনেকদিন চিনি। রাজনীতিতে আপনার হাতেখড়ি আমাদের দলে।’
  • Link to this news (বর্তমান)