• প্রয়োজনীয় জমি ও ফায়ার লাইসেন্স নেই বহু কলেজের, ডিএলএড কোর্স নিয়ে বাড়ছে দুশ্চিন্তা
    বর্তমান | ২৯ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের ডিএলএড কলেজগুলির ভবিষ্যৎ নিয়ে রীতিমতো আশঙ্কিত শিক্ষামহল। প্রাথমিক শিক্ষা পর্ষদ কলেজগুলির কাছে থেকে তথ্য সংগ্রহের কাজ চালাচ্ছে। আজ অনলাইনে এই নথি জমা দেওয়ার শেষ দিন। এরপরে হার্ডকপি জমা দেওয়া যাবে আগামী সপ্তাহ পর্যন্ত। এই পদ্ধতি নিয়ে কলেজগুলির বিভিন্ন অভিযোগ রয়েছে। তবে, মূল দুশ্চিন্তা জায়গা অন্যত্র। একটি ডিএলএড কলেজের জন্য প্রয়োজন প্রায় ৩৭ কাঠা জমি। অধিকাংশ কলেজের কাছেই তা নেই। শতাধিক কলেজের কাছে নেই ফায়ার লাইসেন্স। ফলে, তারা এখনও সেই সংক্রান্ত নথি জমা দিয়ে উঠতে পারেনি বলে সূত্রের খবর। এই অনুমোদন না পেলে এনসিটিই-র স্বীকৃতিও বাতিল হয়ে যেতে পারে কলেজগুলির। যদিও, এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালের। সূত্রের খবর, মোট ৬৫৬টি কলেজের মধ্যে অর্ধেকের বেশি কলেজের কোনও না কোনও নথি অসম্পূর্ণ রয়েছে বা একেবারেই নেই। পর্ষদের থেকে প্রাথমিক অনুমোদনের পরে এনসিটিই-র কাছে পারফরম্যান্স অ্যাপ্রেইজাল রিপোর্ট পাঠাতে পারবে কলেজগুলি। ফলে, আগামী কয়েক মাসের মধ্যে রাজ্যের ডিএলএড চিত্রে বড় পরিবর্তন আসতে পারে।
  • Link to this news (বর্তমান)