নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উচ্চ প্রাথমিক স্তরে পার্শ্বশিক্ষকদের জন্য বরাদ্দ ১০ শতাংশ শিক্ষক পদ পূরণের জন্য ইন্টারভিউয়ে ডাক পাচ্ছেন প্রায় ১৯০০ প্রার্থী। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে, এটি একটি প্রাথমিক তালিকা। তাতে পরিবর্তনও হতে পারে। শূন্যপদের সাপেক্ষে ১:১.৪ অনুপাতে ইন্টারভিউয়ে ডাকা হবে প্রার্থীদের। ফলে, এমনও হতে পারে, সব প্রার্থী ইন্টারভিউয়ে ডাক পেলেন না। এও জানানো হয়েছে, যে সব প্রার্থী ইতিমধ্যেই প্রথম কাউন্সেলিংয়ে অংশ নিয়েছেন, তাঁদের আর সংরক্ষিত পদের জন্য ইন্টারভিউয়ে আসতে হবে না। প্রসঙ্গত, বুধবারই শেষ হয়েছে উচ্চ প্রাথমিকের প্রথম পর্বের কাউন্সেলিং। তারপরেই পার্শ্বশিক্ষকদের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করে দিল কমিশন।