‘বিনা পরীক্ষায়’ ১৯ জনকে রেজিস্ট্রেশন, প্রশ্নের মুখে রাজ্য যোগ কাউন্সিল
বর্তমান | ২৯ নভেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য যোগ ও নেচারোপ্যাথি কাউন্সিলে ‘বিনা পরীক্ষা’তেই ১৯ জনকে রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্তের নির্দেশ দিয়েছেন কাউন্সিল সভাপতি তুষার শীল। সম্প্রতি জনৈক ব্যক্তি তথ্য জানার আইন মোতাবেক রেজিস্ট্রেশন নম্বর প্রাপ্ত ১৯ জনের সম্পর্কে বিস্তারিত জানতে চান কাউন্সিলের কাছে। ২০২৩ সালের ১ সেপ্টেম্বর নাকি কাউন্সিল একটি পরীক্ষার আয়োজন করে। তার পরিপ্রেক্ষিতেই ৯ জনকে পার্ট-এ এবং ১০ জনকে পার্ট-বি রেজিস্ট্রেশন দেওয়া হয়। কিন্তু সভাপতি তুষারবাবুর দাবি, ওই রকম পরীক্ষা হয়নি। তিনি নিজেই প্রশ্ন তুলেছেন, সভাপতিই জানেন না, তাহলে তাদের এই রেজিস্ট্রেশন নম্বর দিল কে? গোটা বিষয়টি নিয়ে রীতিমতো গুঞ্জন শুরু হয়েছে কাউন্সিলে। কাউন্সিল সূত্রের খবর, যে সময় রেজিস্ট্রেশন নম্বরগুলি দেওয়া হয়েছে, রেজিস্টার হিসেবে কর্মরত ছিলেন ডাক্তার শুভ্র ভট্টাচার্য। তার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে বড়সড়। প্রতিক্রিয়া জানতে তাঁকে ফোন করা হয়েছিল। তিনি ধরেননি।