• ঢেউ খেলানো রাস্তা মসৃণ হচ্ছে
    বর্তমান | ২৯ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল পার্ক স্ট্রিট। কিন্তু সেই অঞ্চলের মূল সড়ক নিয়ে এতদিন নানা অভিযোগ ছিল নিত্যযাত্রীদের। উঁচুনিচু, অমসৃণ রাস্তায় গাড়ি চালাতে অসুবিধা হয়। এই পরিস্থিতিতে পার্ক স্ট্রিটে গোটা রাস্তার বিভিন্ন জায়গায় পিচ কেটে উড়িয়ে রাস্তা মসৃণ করার কাজ শুরু হয়েছে। জওহরলাল নেহরু রোড ও পার্ক স্ট্রিটের সংযোগস্থল থেকে মল্লিকবাজার পর্যন্ত প্রায় ৮০০ মিটার দৈর্ঘ্যের এই রাস্তা সব সময়েই ব্যস্ত থাকে। সেই সঙ্গে এই অঞ্চলে রয়েছে একাধিক নামীদামি রেস্তরাঁ, অভিজাত হোটেল থেকে শুরু করে নানা বেসরকারি সংস্থার অফিস। স্বাভাবিকভাবেই এমন গুরুত্বপূর্ণ পথের ঢেউ খেলানো অবস্থা নিয়ে অনেকেই অভিযোগ জানান। গোটা রাস্তার যেসব অংশ দীর্ঘদিন পিচের প্রলেপ পড়তে পড়তে উঁচু হয়ে গিয়েছিল, সেই সমস্ত জায়গা কেটে উড়িয়ে সমান করে ফের দেওয়া হচ্ছে পিচের প্রলেপ। পুরসভার সড়ক বিভাগ জানাচ্ছে, কয়েকদিনের মধ্যেই কাজ সম্পূর্ণ হয়ে যাবে।
  • Link to this news (বর্তমান)