• ভরাট করা জলাশয় ১৫ দিনের মধ্যে আগের অবস্থায় ফিরিয়ে দিতে নির্দেশ
    বর্তমান | ২৯ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: বরানগরে পুকুর ভরাটের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল। স্থানীয়দের অভিযোগ ছিল, দীর্ঘ দিনের একটি পুকুরকে আবর্জনা ফেলে রাতারাতি ভরাট করে বহুতল নির্মাণের ছক করা হয়েছে। তদন্তে নেমে পুরসভাও ওই অভিযোগের সত্যতা পেয়েছে। পুরসভার তরফে নোটিস দিয়ে বলা হয়েছে, ১৫ দিনের মধ্যে ওই জলাশয়কে আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। না হলে মালিকের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে।


    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুকুর ভরাট নিয়ে সম্প্রতি বরানগর পুরসভার নিয়োগী পাড়া লেন লাগোয়া মসজিদ বাড়ি লেনের বাসিন্দারা পুরসভায় লিখিত অভিযোগ জমা দিয়েছিলেন। তাতে বলা হয়েছিল, মসজিদ বাড়ি লেনে দীর্ঘদিনের একটি পুকুর বুজিয়ে বহুতল করার চেষ্টা করা হচ্ছিল। কালীপুজোর রাতে ৩৭ গাড়ি রাবিশ ফেলে পুকুর ভরিয়ে ফেলা হয়েছে। রাত দিন কাজ চলছে। রাতে বহিরাগতরা এসে এলাকায় আতঙ্ক তৈরি করছে। আমাদের আবেদন, পুকুর আগের অবস্থায় ফিরিয়ে দিয়ে এই অপচেষ্টা রুখে দেওয়া হোক।


    এরপর পুরসভা তদন্তে নামে। ওই জমি লাগোয়া দেওয়ালে পুরসভা নোটিসও লাগিয়েছে। সেখানে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ইনল্যান্ড ফিসারি অ্যাক্ট ১৯৮৪ অনুযায়ী জমি মালিককে নিজের খরচে আগামী ১৫ দিনের মধ্যে জলাশয়ের আগের অবস্থা ফিরিয়ে দিতে হবে। না হলে জমি মালিকের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। ওই নোটিসে পুরসভার এগজিকিউটিভ অফিসারের সইও রয়েছে। কাউন্সিলার সঞ্চিতা দে বলেন, ওই জায়গায় ১২ নম্বর ওয়ার্ডের দিক দিয়ে ঢোকার জায়গা নেই। তাই বিষয়টা জানতাম না। পরে জানার পর পুরসভার আধিকারিকদের সঙ্গে আমিও ওই জায়গায় গিয়েছিলাম।


     ভরাট হওয়া সেই জলাশয়।
  • Link to this news (বর্তমান)